Viral Video

ভয়ঙ্কর সাপকে হাত দিয়ে টেনে গাছ থেকে নামালেন মহিলা, জুতোয় কামড় বসাল ফণী! তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটি গাছের নীচে থমকে দাঁড়ালেন এক মহিলা। গাছ থেকে একটি ভয়ঙ্কর সাপকে ঝুলে থাকতে দেখেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৯:০৯
Video of woman catching snake from tree with bare hand goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

সাপ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাণী। সাপ দেখলে এমনিই অনেক মানুষের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। তার উপর সেই সাপ যদি হয় ভয়ঙ্কর এবং হিংস্র, তা হলে তো কথাই নেই। সে রকমই এক সাপের ভিডিয়ো প্রকাশ্যে আসায় সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে এক জন মহিলা খালি হাতে একটি গাছ থেকে টেনে নামাচ্ছেন ভয়ঙ্কর সাপকে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটি গাছের নীচে থমকে দাঁড়ান এক মহিলা। গাছ থেকে একটি ভয়ঙ্কর সাপকে ঝুলে থাকতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে মহিলা এক সাহসী পদক্ষেপ করেন। হাতে করে টেনে নামান সাপটিকে। হিংস্র সাপটি তাঁর পায়ে ছোবল মারার চেষ্টা করে। জুতোয় দাঁতও বসায়। কিন্তু মহিলা শান্ত ভাবে দাঁড়িয়ে থাকেন। সাপটিকে মাটি থেকে তুলে হাসতে থাকেন। এর পর সাপটিকে হাতে ধরে থাকা একটি থলিতে পুরে ফেলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় ব্রুটাল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মহিলার সাহসিকতার প্রশংসা করেছেন, তেমনই অনেকে আবার বিষয়টিকে ‘মূর্খামি’র তকমা দিয়েছেন। ভিডিয়ো দেখার পর বিস্ময়ও প্রকাশ করেছেন কেউ কেউ।

Advertisement
আরও পড়ুন