Viral Video

ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বাধলে কী করবেন? পাক নেতার উত্তরে হাসির রোল নেটপাড়ায়, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানের একটি স্থানীয় চ্যানেলের সঙ্গে কথা বলছেন আফজ়ল। তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘‘যদি যুদ্ধ শুরু হয় এবং পরিস্থিতি খারাপ হয়, তা হলে কি পাকিস্তানি হিসাবে আপনি বন্দুক নিয়ে সীমান্তে যাবেন?’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৩:৪৩
Pakistani leader says he will go to England if situation worsen between India and Pakistan, video goes viral

ছবি: সংগৃহীত।

ভারত এবং পাকিস্তান সম্মুখসমরে নামলে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দেশ ছাড়বেন তিনি। আশ্রয় নেবেন ইংল্যান্ডে। তেমনটাই দাবি করলেন পাকিস্তানের আইনসভার সদস্য তথা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রাক্তন নেতা শের আফজ়ল খান মারওয়াত। একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের সময় ওই কথা বলেন তিনি। আফজ়লের ওই মন্তব্যকে কেন্দ্র করে সমাজমাধ্যমে হইচই পড়েছে। হাসির রোল উঠেছে নেটাগরিকদের মধ্যে। তাঁর সেই সাক্ষাৎকারের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানের একটি স্থানীয় চ্যানেলের সঙ্গে কথা বলছেন আফজ়ল। তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘‘যদি যুদ্ধ শুরু হয় এবং পরিস্থিতি খারাপ হয়, তা হলে কি পাকিস্তানি হিসাবে আপনি বন্দুক নিয়ে সীমান্তে যাবেন?’’ এর জবাবে আফজ়ল বলেন, ‘‘না, যদি যুদ্ধ শুরু হয় তা হলে আমি ইংল্যান্ডে চলে যাব।’’ তাঁকে সাংবাদিক আবার প্রশ্ন করেন, ‘‘আপনার কি মনে হয় না যে, এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছিয়ে যাওয়া উচিত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়?’’ এর উত্তরে আফজ়ল যা বলেন তা আরও মজার। তিনি বলেন, ‘‘মোদী কি আমার আত্মীয় যে আমার কথা শুনে পিছিয়ে যাবেন?’’ এর পর ওই সাংবাদিক আর কিছু বলেননি। সেই কথোপকথনের ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কাশ্মীরফ্যাক্ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে ভারতীয় নেটাগরিকদের মধ্যে। নেটাগরিকদের একাংশের দাবি, ভারতের থেকে ভয় পেয়ে রয়েছে পাকিস্তান। আর সে কারণেই যুদ্ধ শুরু হলে পাকিস্তান ছেড়ে ইংল্যান্ড পালিয়ে যাওয়ার কথা বলছেন আফজ়ল।

উল্লেখ্য, রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি আফজ়ল পাক সুপ্রিম কোর্টের এক জন আইনজীবী। তিনি একজন মানবাধিকার কর্মীও বটে।

Advertisement
আরও পড়ুন