Viral Video

‘নমক ইশক কা’ গানের তালে ‘বেলি ড্যান্স’, কালো পোশাকে নেচে আগুন ঝরালেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘নমক ইশক কা’ গানে নাচছেন এক তরুণী। তাঁর পরনে কালো পোশাক। খোলা চুল। কোমরে বাঁধা কোমরবন্ধ। গানের তালে তালে ‘বেলি ড্যান্স’ করছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ০৮:৫৭
Video of woman belly dancing in namak ishq ka song goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

বলিউড ছবি ‘ওমকারা’ সিনেমায় ‘নমক ইশক কা’ গানে নেচে সে সময় ঝড় তুলেছিলেন অভিনেত্রী বিপাশা বসু। এ বার সেই গানে নেচে আগুন ঝরালেন এক তরুণী। ওই তরুণীর নাচের ভিডিয়োটি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘নমক ইশক কা’ গানে নাচছেন এক তরুণী। তাঁর পরনে কালো পোশাক। খোলা চুল। কোমরে বাঁধা কোমরবন্ধ। গানের তালে তালে ‘বেলি ড্যান্স’ করছেন তিনি। তরুণীর পিছনে আরও কয়েক জন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তবে তাঁরা নাচছেন না। হাত দিয়ে তাল ঠুকছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিয়োটি। তরুণীর মনোমুগ্ধকর অভিব্যক্তি এবং নৃত্যশৈলীতে মজেছে নেটপাড়া।

তরুণীর নাচের ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইন্ডিয়ানবেস্টড্যান্সার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভিডিয়োটি গত বছরের নভেম্বরে পোস্ট করা হলেও সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। নাচের ভিডিয়ো দেখে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। তরুণীর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘নাচ দেখে খুব ভাল লাগল। মুগ্ধ হয়ে গেলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কী প্রতিভা! আমার জীবনের সেরা বেলি ড্যান্স দেখলাম। অসাধারণ।’’

Advertisement
আরও পড়ুন