Bizarre

ভুয়ো নথি দিয়ে পর পর ১৩টি চাকরি, কাজ করানোর জন্য ভাড়া করেন বিদেশি ইঞ্জিনিয়ারদের, ধরা পড়লেন গুণধর কোডার

মিনের বিরুদ্ধে অভিযোগ, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কোনও প্রথাগত শিক্ষা বা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভুয়ো নথির মাধ্যমে আমেরিকার বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায় কোডার হিসাবে চাকরি করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ০৯:৪৫
American man used unreal resume to secure 13 IT jobs, proven guilty in court

—প্রতীকী ছবি।

শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়ো সিভি জমা দিয়ে পর পর ১৩টি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি বাগিয়েছিলেন। লক্ষ লক্ষ টাকা বেতনও পাচ্ছিলেন। কিন্তু কাজ করাচ্ছিলেন অন্যদের দিয়ে। প্রতারণা ফাঁস হতেই আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম মিন ফুওং এনগোক ভং। তাঁর বিরুদ্ধে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার আট কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সেই মামলায় তাঁকে দোষীও সাব্যস্ত করেছে আদালত।

Advertisement

মিনের বিরুদ্ধে অভিযোগ, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কোনও প্রথাগত শিক্ষা বা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভুয়ো নথির মাধ্যমে আমেরিকার বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায় কোডার হিসাবে চাকরি করছিলেন তিনি। এমনকি, একটি সরকারি প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে তিনি এমন চাকরির জন্যই আবেদন করতেন, যেখানে বাড়ি থেকে কাজ করা যায়। এই ভাবে মোট ১৩টি চাকরি করছিলেন তিনি। কিন্ত এক লাইন কোডিংও মিন নিজে করতেন না। দক্ষিণ কোরিয়ার কয়েক জন সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারকে দিয়ে কম টাকায় কাজ করিয়ে নিতেন। এমনকি কোনও অনলাইন মিটিংয়ে তাঁর ডাক পড়লেও নিজের জায়গায় ওই ভাড়া করা ইঞ্জিনিয়ারদের ছদ্মবেশে বসাতেন মিন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিন জালিয়াতি শুরু করেন একটি গেমিং অ্যাপে কাজ করার প্রস্তাব পাওয়ার পর। ভুয়ো সিভি জমা দিয়ে এক ব্যক্তির মাধ্যমে সেই চাকরি পান তিনি। সিভিতে মিন দাবি করেছিলেন যে, তিনি ভং হাওয়াই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সফ্‌টঅয়্যার ডেভেলপার হিসাবে ১৬ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ভাবেই একের পর এক চাকরি জোগাড় করেন মিন। ভুয়ো নথি দিয়ে আমেরিকার ‘ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’-এর মতো সরকারি সংস্থাতেও কাজ করছিলেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। সম্প্রতি নতুন চাকরি বদলের সময় এক নিয়োগকর্তা হাতেনাতে ধরে ফেলেন মিনকে। গ্রেফতার করা হয় তাঁকে। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মনে করা হচ্ছে প্রতারণার শাস্তি হিসাবে ২০ বছরের জেলের সাজা হতে পারে মিনের।

Advertisement
আরও পড়ুন