Viral Video

বাইক চালাচ্ছেন তরুণ, জ্বালানি ট্যাঙ্কে উল্টো হয়ে বসে সাপের মতো জাপটে প্রেমিকা! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ। তাঁর সামনে জ্বালানি ট্যাঙ্কের উপর বসে এক তরুণী। উল্টো হয়ে বসে জাপটে ধরে রেখেছেন তরুণকে। তরুণও এঁকেবেঁকে ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬
Video of young man ride bike as girlfriend is sitting on fuel tank

ছবি: এক্স থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তার উপর এঁকেবেঁকে বাইক চালাচ্ছেন এক তরুণ। সামনে জ্বালানি ট্যাঙ্কের উপর বসে প্রেমিকা। উল্টো হয়ে বসে জড়িয়ে রয়েছেন তরুণকে। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে তরুণকে ‘সস্তার অর্জুন রেড্ডি’ তকমা দিলেন নেটাগরিকেরা। বিপজ্জনক ভাবে বাইক চালানোর জন্য অনেকে আবার তরুণের সমালোচনায় সরব হয়েছেন। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বেঙ্গালুরুর। তবে এটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ। তাঁর সামনে জ্বালানি ট্যাঙ্কের উপর বসে এক তরুণী। উল্টো হয়ে বসে জাপটে ধরে রেখেছেন তরুণকে। তরুণও এঁকেবেঁকে ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন। তাঁদের কারও মাথাতেই হেলমেট নেই। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

বেঙ্গালুরুর রাস্তায় বেপরোয়া ভাবে বাইক চালানোর ঘটনাটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে। এর আগে বহু বার বেঙ্গালুরুর পুলিশ ট্র্যাফিক নিয়ম মেনে চলা এবং বিপজ্জনক ভাবে গাড়ি না চালানোর জন্য জনসাধারণের কাছে আবেদন জানিয়েছে।

ভাইরাল ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে বুধবার। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে অনেকে মজার মজার মন্তব্য করলেও নেটাগরিকদের একাংশ সেই ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘অর্জুন রেড্ডির সস্তা সংস্করণ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভালবাসা অন্ধ এবং এই ঘটনা তারই ফলাফল।’’

Advertisement
আরও পড়ুন