Viral Video

পাত্রের হাত থেকে রসগোল্লা না খেয়ে ছুড়ে ফেলে দিলেন পাত্রী! পাল্টা আরও অদ্ভুত কাণ্ড ঘটালেন বর, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের সাজে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। পাত্রের হাতে একটি রসগোল্লা ধরা রয়েছে। মিষ্টিটি পাত্রীর মুখের দিকে এগিয়ে দিচ্ছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ০৯:১৭
Video shows bride throw sweet when groom tries to feed her, then this happened

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের মঞ্চে পাত্রীর মুখের কাছে রসগোল্লা ধরেছিলেন। অপেক্ষা করছিলেন নববধূ সেই মিষ্টিতে কামড় দেবেন। কিন্তু তরুণী তা করলেন না। উল্টে পাত্রের হাত থেকে টেনে নিয়ে ফেলে দিলেন সেই মিষ্টি। তার পরেই এক কাণ্ড ঘটিয়ে বসলেন পাত্র। আর তা নিয়ে হইচই পড়ল বিয়েবাড়ি জুড়ে। কিন্তু কী এমন করলেন তিনি? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের সাজে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। পাত্রের হাতে একটি রসগোল্লা ধরা রয়েছে। মিষ্টিটি পাত্রীর মুখের দিকে এগিয়ে দিয়েছেন তিনি। কিন্তু নববধূ মিষ্টি না খেয়ে মুখ ঘুরিয়ে রেখেছেন অন্য দিকে। এর পর বরের হাত থেকে রসগোল্লা নিয়ে ছুড়ে ফেলে দেন তিনি। চলে যান মঞ্চ থেকে। আর তা দেখে ব্যথিত বরও মুখের ভিতর থেকে পাত্রীর খাওয়ানো মিষ্টি বার করে আনেন। তিনিও ছুড়ে ফেলে দেন সেটি। ভাবখানা এমন যেন, তিনি আগে থেকেই জানতেন যে পাত্রী তাঁর হাত থেকে মিষ্টি খাবেন না। আর সে কারণে তিনিও না খেয়ে মুখের ভিতর রেখে দিয়েছেন রসগোল্লাটি। পাত্রের সেই কাণ্ড দেখে অবাক চোখে তাঁর দিকে তাকিয়ে থাকেন আত্মীয়স্বজন থেকে শুরু করে অতিথিরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ১৩ সেকেন্ডের ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় ১০ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার পাত্র-পাত্রীর আচরণ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘আমার পাত্র বা পাত্রীর জন্য খারাপ লাগছে না। খারাপ লাগছে রসগোল্লাগুলোর জন্য।’’

Advertisement
আরও পড়ুন