Viral Video

‘বাঁচান, সাপ কামড়েছে’, ব্যাগে বিষাক্ত সরীসৃপ পুরে হাসপাতালে পৌঁছোলেন যুবক! ছড়াল আতঙ্ক, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চার দিন আগে জয়পুরের বাসিন্দা এক যুবককে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। ভয় পাওয়ার পরিবর্তে সাপটিকে ব্যাগে পুরে জয়পুরের সরকারি হাসপাতালে পৌঁছোন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১২:১৫
Video shows man reaches Jaipur Hospital with snake after it bites him

ছবি: এক্স থেকে নেওয়া।

শরীরে কামড় বসিয়েছে বিষাক্ত সাপ। ভয় না পেয়ে ভয়ঙ্কর সরীসৃপটিকে ব্যাগে পুরে হাসপাতালে গেলেন যুবক। হাসপাতালের জরুরি বিভাগে সাপটিকে ব্যাগ থেকে বার করে চিকিৎসা সহয়তা চাইলেন তিনি। সেই দৃশ্য দেখে হাসপাতালের কর্মী এবং বাকি রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চার দিন আগে জয়পুরের বাসিন্দা এক যুবককে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। ভয় পাওয়ার পরিবর্তে সাপটিকে ব্যাগে পুরে জয়পুরের সরকারি হাসপাতালে পৌঁছোন তিনি। জরুরি বিভাগে পৌঁছোনোর পর ব্যাগ থেকে সাপ বার করে চিকিৎসকদের কাছে প্রাণে বাঁচানোর আর্জি করেন। সাপটিকে দেখে হাসপাতালে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মী এবং রোগীরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘সচ বেধড়ক ডেলি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক ব্যাগ থেকে সাপ বার করতেই হাসপাতালের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে ভয় পেয়ে পালাতে গিয়ে পড়েও যান। যদিও ওই যুবক শান্তই ছিলেন। এর পর চিকিৎসকেরা দ্রুত ওই যুবকের চিকিৎসা শুরু করেন। সাপটিকেও নিরাপদ জায়গায় পাঠানো হয়। হাসপাতালের কর্তারা নিশ্চিত করেছেন যে, ওই যুবকের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ওই যুবক এবং সাপের ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। যুবকের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন