Viral Video

বন্দরের কাছে পণ্যবাহী জাহাজে হঠাৎ বিস্ফোরণ, মাঝসমুদ্রে দাউ দাউ করে আগুন! ভাইরাল ভিডিয়োয় হইচই

বাল্টিমোর বন্দরের কাছে সেই পণ্যবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এজ়েড ইন্টেল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৭:৪৮
Video shows Cargo ship exploded near Baltimore Harbor goes Viral

ছবি: এক্স থেকে নেওয়া।

বাল্টিমোর বন্দরের পাশ দিয়ে যাওয়ার সময় বিশাল পণ্যবাহী জাহাজে হঠাৎ বিস্ফোরণ! মাঝসমুদ্রে ছড়াল আগুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেরিল্যান্ডের চেসাপিক বে-র বাল্টিমোর বন্দরের কাছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণ হওয়া কয়লা বহনকারী জাহাজটি নিকটবর্তী সিএসএক্স কোল ডক থেকে রওনা হয়েছিল। বাল্টিমোর বন্দরের কাছ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয় সেটিতে। সেই বিস্ফোরণের অভিঘাতে বন্দর লাগোয়া ঘরবাড়িগুলিও কেঁপে ওঠে। দাউ দাউ করে জ্বলে ওঠে জাহাজটি। কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। তবে কর্মকর্তারা পরে নিশ্চিত করেন যে, জাহাজের আগুন সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি। কী ভাবে মেরিল্যান্ডে পণ্যবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করেননি কর্তৃপক্ষ। তবে প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গিয়েছে যে, জাহাজটি কয়লা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, পণ্যবাহী জাহাজ বিস্ফোরণের কারণে বাল্টিমোর বন্দরে আগত অনেক জাহাজের সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে।

বাল্টিমোর বন্দরের কাছে সেই পণ্যবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এজ়েড ইন্টেল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার পরিবেশগত ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন