Viral Video

বহুতলের মাঝখানে বন্ধ হয়ে গেল লিফ্‌ট! আটকে চার জন, তার পর... রুদ্ধশ্বাস ঘটনার ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বদ্ধ লিফ্‌টের মধ্যে আটকা পড়েছেন চার জন। তাদের মধ্যে এক কিশোরও রয়েছে। উপরে যাওয়ার সময় দু’টি তলার মাঝখানে আটকে যায় ওই লিফ্‌টটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১১:২৭
Video shows group of boys get stuck in lift, what happened next

ছবি: ইনস্টাগ্রাম।

লিফ্‌ট চলতে চলতে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে কখনও? এ বার কী হবে, কত ক্ষণে বার হতে পারব, তা ভেবে ভয় পেয়েছেন কোনও দিন? রেস্তরাঁয়া খেতে গিয়ে সে রকমই পরিস্থিতির সম্মুখীন হতে হল একদল তরুণকে। কী ভাবে তাঁরা সেখান থেকে বেরিয়ে এলেন সেই রুদ্ধশ্বাস ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বদ্ধ লিফ্‌টের মধ্যে আটকা পড়েছেন চার জন। তাদের মধ্যে এক কিশোরও রয়েছে। উপরে যাওয়ার সময় দু’টি তলার মাঝখানে আটকে যায় ওই লিফ্‌টটি। সাহায্যের জন্য ফোন করেন তাঁরা। তবে কাউকে না পেয়ে নিজেরাই বিশেষ কৌশলে লিফ্‌টের দরজা খোলেন তাঁরা। এর পর একে একে চার জনে লাফিয়ে নিরাপদে বেরিয়ে আসেন লিফ্‌ট থেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হায়দার.স্টাইলিং’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেই পোস্ট অনুযায়ী, ওই চার জন একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। বহুতল ভবনে থাকা ওই রেস্তরাঁয় যাওয়ার জন্য তাঁরা লিফ্‌টে উঠেছিলেন। কিন্তু মাঝপথে লিফ্‌ট বন্ধ হয়ে যায়। সাহায্যের জন্য ওই রেস্তরাঁয় ফোন করেন তাঁরা। এর পর ওই রেস্তরাঁকর্মীদের কথামতো কাজ করে নিজেরাই লিফ্‌ট খুলে বেরিয়ে আসেন। ইতিমধ্যেই বহু মানুষ সেই পোস্ট দেখেছেন। ১১ লক্ষের বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক জন ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আতঙ্কের অপর নাম লিফ্‌ট। ভিডিয়ো দেখে ভয় লাগছিল। আমি এই জন্যই লিফ্‌টে উঠতে চাই না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পুরো ফাইনাল ডেস্টিনেশনের সিনেমার মতো। আমি ওদের জায়গায় থাকলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতাম।’’

Advertisement
আরও পড়ুন