Viral Video

জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ল সিংহী! তাড়া করল পথকুকুরকে, এগিয়ে এলেন নিরাপত্তারক্ষী, তার পর... ভাইরাল ভিডিয়ো

জুনাগড়ের পাতাপুরের কাছে জনবসতিপূর্ণ একটি এলাকায় ঢুকে পড়ে একটি সিংহী। প্রকাশ্যেই পাতাপুর সিমেন্ট কারখানার কাছের একটি রাস্তায় দৌড়োচ্ছিল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:০০
Video shows dog come face to face with lioness in Junagadh but saves life

ছবি: ইনস্টাগ্রাম।

জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ল সিংহী। তাড়াও করল একটি পথকুকুরকে। কিন্তু সঠিক পদক্ষেপ করে কুকুরটির প্রাণ বাঁচালেন এক নিরাপত্তারক্ষী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের জুনাগড়ের পাতাপুর গ্রামের কাছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০:৪১ নাগাদ জুনাগড়ের পাতাপুরের কাছে জনবসতিপূর্ণ ওই এলাকায় ঢুকে পড়ে একটি সিংহী। প্রকাশ্যেই পাতাপুর সিমেন্ট কারখানার কাছের একটি রাস্তায় দৌড়োচ্ছিল সে। কারখানার মূল ফটকের কাছে দাঁড়িয়েছিল কয়েকটি পথকুকুর। সিংহীকে দৌড়ে আসতে দেখে দৌড়ে পালায় তারা। এর মধ্যে একটি কুকুর কিছু ক্ষণ দাঁড়িয়ে যায় সেখানে। তার দিকে তেড়ে আসে সিংহী। কারখানার এক নিরাপত্তারক্ষীও সিংহীকে দৌড়ে আসতে দেখে মূল ফটক বন্ধ করে দেন। কিন্তু ফাঁক দিয়ে ঢুকতে দেন কুকুরটিকে। হাতের নাগালে এসেও শেষমেশ কুকুরটিকে শিকার করতে পারে না ওই সিংহী। কারখানার দরজার কাছে এসে নিরাশ হয়ে ফিরে যায় সে। আবার অন্য দিকে দৌড়াতে শুরু করে। সেই ভি়ডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্যবলবৈভব’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। আবার নিরাপত্তারক্ষীর উপস্থিত বুদ্ধির প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অল্পের জন্য সিংহীর হাত থেকে বেঁচেছে কুকুরটি।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সিংহী কি সত্যিই আক্রমণ করতে এসেছিল? লেজ দেখে মনে হচ্ছে খেলতে চেয়েছিল কুকুরের সঙ্গে।’’ তৃতীয় এক জন আবার লিখেছেন, ‘‘জুনাগড় গিরনার পাহাড় এবং গির বন এলাকার কাছাকাছি। ফলে জুনাগড়ের ওই এলাকায় মাঝেমধ্যেই সিংহ ঢুকে পড়ে। তবে যত দূর শুনেছি তারা মানুষকে খুব একটা আক্রমণ করে না।’’

Advertisement
আরও পড়ুন