Viral Video

খাবার ডেলিভারির ফাঁকে আবাসনের মেঝেয় কন্যাকে পড়াতে বসালেন বাবা, ভাইরাল মন ভাল করা ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, খাবার সরবরাহকারী সংস্থার টি-শার্ট পরে একটি আবাসনের মেঝেয় বসে রয়েছেন এক যুবক। তাঁর চোখে-মুখে ক্লান্তির ছাপ। তবে উৎফুল্লতার অভাব নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৩:২৯
Video shows food delivery boy teaching daughter in between deliveries

ছবি: ইনস্টাগ্রাম।

সংসার চালাতে গ্রাহকদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেন। তবে সারা দিন খাটাখাটনির পরেও বাবার দায়িত্ব ভোলেননি। পোশাক না ছেড়েই খুদে কন্যাকে পড়াতে বসলেন তিনি। এক ‘ডেলিভারি বয়’ যুবকের সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিয়োয় সেই দৃশ্যই দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাবার সরবরাহকারী সংস্থার টি-শার্ট পরে একটি আবাসনের মেঝেয় বসে রয়েছেন এক যুবক। তাঁর চোখে-মুখে ক্লান্তির ছাপ। তবে উৎফুল্লতার অভাব নেই। ছোট্ট কন্যাকে নিয়ে লিফ্‌টের কাছে বসে আছেন তিনি। পড়াচ্ছেন এক মনে। তবে সময় কম। কারণ পরবর্তী অর্ডার ঢুকলেই বেরিয়ে যেতে হবে তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি ডেলিভারির সময় কন্যাকেও সঙ্গে নিয়ে যান যুবক। সময় পেলে রাস্তাতেই পড়াতে বসেন।

সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অভিজ্ঞা_এস’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন ভাল ভাল মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার ডেলিভারি বয় ওই যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ঈশ্বর বাবা এবং মেয়ে দু’জনকেই আশীর্বাদ করুন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘একদিন আপনার মেয়ে আপনার মুখ ঠিক উজ্জ্বল করবে। আপনাকে কুর্নিশ জানাই।’’

Advertisement
আরও পড়ুন