Viral Video

কলেজের অনুষ্ঠানে বক্তৃতা করার সময় লুটিয়ে পড়লেন, আর উঠলেন না, কথা বলতে বলতে মৃত্যু তরুণীর! ভাইরাল ভিডিয়ো

মৃতার নাম জ়িল ঠক্কর। অহমদাবাদের রায়পুরের বাসিন্দা তিনি। চাকরি করতেন অহমদাবাদেরই একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৬:৪২
Video shows woman collapses during college event in Gujarat’s Surat

মঞ্চে কথা বলতে বলতে পড়ে গেলেন তরুণী। ছবি: এক্স থেকে নেওয়া।

কলেজের অনুষ্ঠান চলছিল। একদম সামনের সারিতে দাঁড়িয়েছিলেন এক তরুণী। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই পড়ে গেলেন। আর উঠলেন না। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৪ বছর বয়সি ওই তরুণীর। রবিবার সকালে গুজরাতের সুরতে ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃতার নাম জ়িল ঠক্কর। অহমদাবাদের রায়পুরের বাসিন্দা তিনি। চাকরি করতেন অহমদাবাদেরই একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। সুরতের কাপোদ্রার ধারুকওয়ালা কলেজের অনুষ্ঠান উপলক্ষে কলেজে একটি ক্যাম্প করেছিল জ়িলের সংস্থা। সেই কারণেই অহমদাবাদ থেকে সুরাত গিয়েছিলেন তিনি। রবিবার সেই অনুষ্ঠান চলাকালীন মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন জ়িল। সঙ্গে ছিলেন তাঁর সহকর্মীরাও। সেই সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। সঙ্গে সঙ্গে তাঁর দিকে ছুটে যান উপস্থিত সকলে। জ়িলকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকদের অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তরুণীর। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কাপোদ্রা থানার পুলিশ।

ভাষণ দিতে দিতে জ়িলের পড়ে যাওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দেশগুজরাত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। তরুণীর পরিণতি দেখে দুঃখপ্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। কমবয়সিদের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়ে আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন