Viral Video

দোকানে ছিনতাইয়ের চেষ্টা, শিশুর থেকে ললিপপ পেয়ে মন পরিবর্তন দুষ্কৃতীর, ঘটালেন অদ্ভুত কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোকানের মধ্যে চেয়ারে বসে রয়েছেন এক যুবক। তাঁর সামনে একটি টেবিল। টেবিলের পাশেই অন্য একটি চেয়ারে বসে তাঁর কন্যা। নিজের মনে চকোলেট খাচ্ছে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৮:১৭
Video shows man try to loot shop but suddenly change decision as girl offers him Lollipop

দোকানে ঢুকে ছিনতাইয়ের চেষ্টায় যুবক। ছবি: এক্স থেকে নেওয়া।

মুখে কাপড় বেঁধে দোকান লুট করতে করতে ঢুকেছিল ডাকাত। দোকানদারকে বন্দুক দেখিয়ে টাকাপয়সা হাতিয়েও নিয়েছিল। কিন্তু দোকানদারের একরত্তি কন্যা তার দিকে ললিপপ এগিয়ে দিতেই সব ওলটপালট হয়ে গেল। দোকানদারকে লুট করা সমস্ত টাকা ফেরত তো দিলই, পাশাপাশি এক অদ্ভুত কাণ্ডও ঘটাল ডাকাত। দাবি, ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোকানের মধ্যে চেয়ারে বসে রয়েছেন এক যুবক। তাঁর সামনে একটি টেবিল। টেবিলের পাশেই অন্য একটি চেয়ারে বসে তাঁর কন্যা। নিজের মনে চকোলেট খাচ্ছে সে। এমন সময় হঠাৎই মুখে কাপড় বেঁধে ওই দোকানে হানা দেন এক যুবক। বন্দুক উঁচিয়ে ভয় দেখান দোকানদারকে। সমস্ত টাকাপয়সা বার করে দিতে বলেন। ফোনও কেড়ে নেন। দোকানদারও ভয় পেয়ে গিয়ে ওই যুবকের কথা মেনে নেন। দোকানের যাবতীয় টাকাপয়সা তুলে দেন যুবকের হাতে। যুবক পালাতে যাবেন, এমন সময় দোকানদারের খুদে কন্যা তার দিকে একটি চকোলেট এগিয়ে দেয়। থ হয়ে যান যুবক। মন পরিবর্তন হয় তাঁর। কন্যার থেকে চকোলেট নিয়ে দোকানদারের সমস্ত টাকা ফেরত দিয়ে দেন তিনি। এর পর অদ্ভুত ভাবে বালিকার মাথায় স্নেহভরা চুমু খেয়ে চলে যান সেখান থেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মিম ফার্মার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন ভাল ভাল মন্তব্যও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মন ভাল করা ভিডিয়ো। চোখের সামনে এক জনের হৃদয় পরিবর্তন হতে দেখলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, “পাকিস্তানে দিনের আলোয় ডাকাতি খুবই সাধারণ। কিন্তু এ ক্ষেত্রে দোকানদারের কন্যা ছদ্মবেশে সাক্ষাৎ দেবদূত হয়ে বাবার পাশে দাঁড়িয়েছে।’’ তবে নেটাগরিকদের অনেকে ভিডিয়োর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এক জন লিখেছেন, “এটি সাজানো ভিডিয়ো। সকলেই অভিনয় করছে। সব বিশ্বাস করার আগে যাচাই করে দেখে নেওয়া উচিত।”

Advertisement
আরও পড়ুন