Viral Video

কুমিরের টুঁটি ধরে শিকার হিংস্র জাগুয়ারের! তেড়েফুঁড়ে উঠেও লাভ হল না জলের রাজার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের গা ঘেঁষে অবস্থিত এক বিস্তীর্ণ জলাধার। সেখানেই শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল একটি কুমির। এমন সময় জলাভূমি লাগোয়া জঙ্গল থেকে ‘ধূমকেতু’র মতো নেমে এল একটি জাগুয়ার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১২:৫০
Video shows jaguar hunts crocodile goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

কুমিরকে ‘জলের রাজা’ বলা হয়। ক্ষুধার্ত থাকলে কুমিরের মতো হিংস্র আর কেউ হয় না। কিন্তু সেই কুমিরকেই এ বার শিকার করল মস্ত জাগুয়ার। কুমিরের ঘাড় কামড়ে জল থেকে টেনে তুলল সে। সেই মরণ-কামড় থেকে বেরিয়ে আসার জন্য কুমিরটি এক বার তেড়েফুঁড়ে উঠলেও শেষমেশ জাগুয়ারের কাছে নতিস্বীকার করতে হয় তাকে। ভয়ঙ্কর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের গা ঘেঁষে অবস্থিত এক বিস্তীর্ণ জলাধার। সেখানেই শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল একটি কুমির। এমন সময় জলাভূমি লাগোয়া জঙ্গল থেকে ‘ধূমকেতু’র মতো নেমে এল একটি জাগুয়ার। লাফিয়ে পড়ল কুমিরের উপর। চোখের নিমেষে কুমিরের ঘাড় কামড়ে সেটিকে জল থেকে বাইরে বার করে হিংস্র প্রাণীটি। কাবু হয়ে পড়ে কুমির। এর পর জাগুয়ারের মরণ-কামড় থেকে বাঁচার জন্য শেষ চেষ্টা করে সে। শরীর ঝাঁকিয়ে জাগুয়ারের কামড় ছাড়িয়ে জলের দিকে এগোনোর চেষ্টা করে সে। কিন্তু শেষরক্ষা হয়নি। আবার কুমিরটির ঘাড় কামড়ে ধরে জাগুয়ার। টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জোয়াবায়োলোগো’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ৫০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘জলে নেমে কুমির শিকার মুখের কথা নয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘জাগুয়ার প্রকৃত শিকারি।’’

Advertisement
আরও পড়ুন