Viral Video

কেউ মডেলিং করছেন, কোনও যুগল আবার একই চাদর জড়িয়ে ঘুরছেন! আইআইটির নিশিযাপনের ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আইআইটি চত্বরে ক্যামেরা চালু করে ঘুরে বেড়াচ্ছেন এক পড়ুয়া। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে আধুনিক পোশাকে কী ভাবে রাস্তার উপর বসে অন্য এক জনকে দিয়ে নিজের ছবি তোলাচ্ছেন এক তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৯:২০
Video shows life of IIT Delhi at 3 AM goes viral

প্রকাশ্যে আইআইটি দিল্লির পড়ুয়াদের নিশিযাপনের ছবি। ছবি: ইনস্টাগ্রাম।

আইআইটি দিল্লি দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। এমনটা মনে হওয়া স্বাভাবিক যে, আইআইটি পড়ুয়ারা সব সময় পড়াশোনার মধ্যেই ডুবে থাকেন। কিন্তু সেই ধারণা ভেঙে দিলেন সেখানকারই এক পড়ুয়া। সম্প্রতি আইআইটি দিল্লি ক্যাম্পাসে রাত ৩টের জীবনের চিত্র ক্যামেরাবন্দি করেন তিনি। সেখানে দেখা গিয়েছে, কী ভাবে অত রাতে কেউ ছবি তোলাচ্ছেন তো কোনও যুগল একই চাদর জড়িয়ে হাঁটছেন ক্যাম্পাসের ভিতর। আবার দল বেঁধে আড্ডাও মারছেন অনেকে। আইআইটি পড়ুয়ার পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আইআইটি চত্বরে ক্যামেরা চালু করে ঘুরে বেড়াচ্ছেন এক পড়ুয়া। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে আধুনিক পোশাকে কী ভাবে রাস্তার উপর বসে অন্য এক জনকে দিয়ে নিজের ছবি তোলাচ্ছেন এক তরুণী। আবার এক যুগলকে একই চাদর জড়িয়ে রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে। কেউ কেউ আড্ডা মারছেন। এক জন আবার হন্যে হয়ে চায়ের দোকান খুঁজে বেড়াচ্ছেন রাত ৩টের সময়। সেই ভিডিয়োই প্রকাশ্য এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর মজা করে লিখেছেন, ‘‘আমার মা-বাবা যদি আমাকে আইআইটির এই ভিডিয়ো আগে দেখাত তা হলে আমিও আজ আইআইটিতে পড়তাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এঁরা সব আইআইটি পড়ুয়া। খুব মেধাবী। যে যা-ই করুক ঠিক সময়ে কাজ গুছিয়ে নেবে।’’

Advertisement
আরও পড়ুন