Viral Video

পোষ্য বোয়াকে আদর করতে গিয়ে বিপত্তি! তরুণীর দিকে তেড়ে গেল বিশাল সাপ, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ব্রাজ়িলের বাসিন্দা ওই তরুণীর নাম বিয়াট্রিজ় লোপেজ়। পেশায় বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) বিয়াট্রিজ়ের কাছে একটি পোষা বোয়া সাপ রয়েছে। সম্প্রতি সেই সাপটিকেই বাগানে আদর করতে গিয়ে বিপত্তিতে প়ড়তে হয় তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৭:০৮
Video shows pet Boa snake attacks owner goes viral

তরুণীকে আক্রমণ পোষ্য সাপের! ছবি: ইনস্টাগ্রাম।

বাগানে বসে রোদ পোহাচ্ছিল পোষ্য সাপ। তরুণী আদর করে গায়ে হাত বোলাতে তাঁর দিকেই তেড়ে গেল ভয়ঙ্কর সরীসৃপটি! ভাবখানা এমনই যে গিলে খাবে মালকিনকেই। ভয় ধরানো তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। জানা গিয়েছে, ঘটনাটি ব্রাজ়িলের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজ়িলের বাসিন্দা ওই তরুণীর নাম বিয়াট্রিজ় লোপেজ়। পেশায় বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) বিয়াট্রিজ়ের কাছে একটি পোষা বোয়া সাপ রয়েছে। সম্প্রতি সেই সাপটিকেই বাগানে আদর করতে গিয়ে বিপত্তিতে প়ড়তে হয় তাঁকে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাগানে আরাম করে রোদ পোহাচ্ছে বিশাল বড় একটি বোয়া সাপ। কালচে সাপটির গায়ে ছোপ ছোপ দাগ। এমন সময় এক তরুণী সেখানে উপস্থিত হন। তরুণী এসে সাপটির গায়ে হাত দিতেই তেলেবেগুনে জ্বলে ওঠে সরীসৃপটি। তেড়ে যায় তরুণীর দিকে। ভয়ে আঁতকে ওঠেন তরুণী। এক লাফে পিছনে সরে যান তিনি। হাত থেকে ফোন পড়ে যায় তাঁর। সাপটি মুখ ঘোরালে তিনি সন্তর্পণে ফোনটি উদ্ধার করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে বিয়াট্রিজ়েরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সাপকে একদম বিশ্বাস করা যায় না। আচ্ছা সাপটি কি তার মালকিনকে খেয়ে ফেলার ধান্দা করছিল?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর! তরুণীর কী দরকার ছিল বিশ্রামরত সাপকে গিয়ে আদর করার?’’

Advertisement
আরও পড়ুন