Viral Video

চুরি করতে এসে মিষ্টি সাবাড় করে ফূর্তিতে নাচ! দুই যুবকের কীর্তি ধরা পড়ল ক্যামেরায়, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে, শনিবার রাতে ওই মিষ্টির দোকানে চুরি করতে ঢুকেছিলেন দু’জন যুবক। তাঁদের মুখে কোনও মুখোশ ছিল না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৪:৩৩
Video shows two thief dancing and eating food inside sweet shop in Ranchi

ছবি: এক্স থেকে নেওয়া।

মিষ্টির দোকানে চুরি করতে এসে একের পর এক মিষ্টি সাবাড়। তার পর আনন্দে নাচ! তরুণ চোরেদের কীর্তি ধরা পড়ল দোকানে থাকা সিসি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে ঝা়ড়খণ্ডের রাঁচীর একটি মিষ্টির দোকানে। শনিবার রাতে ‘ভোলা মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড রেস্তরাঁ’ নামের ওই দোকানে চুরি করতে ঢোকেন দুই যুবক। সেখানে আনন্দে নাচানাচি করেন তাঁরা। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দোকানে থাকা সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, শনিবার রাতে মিষ্টির দোকানে চুরি করতে ঢুকেছিলেন দু’জন যুবক। তাঁদের মুখে কোনও মুখোশ ছিল না। দোকানে চুরির পর রান্নাঘরে ঢুকে মিষ্টি এবং নরম পানীয় খেতে দেখা গিয়েছে তাঁদের। রান্নাঘরের ভেতর আনন্দে নাচানাচিও করেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ওই দোকানের মালিক পঙ্কজ গুপ্ত সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘ওরা চুরি করে নাচছিল। মনে হচ্ছিল ওরা রেস্তরাঁর ভেতরে ফূর্তি করছে। মিষ্টি খেয়েছে, ঠান্ডা পানীয় খেয়েছে এবং কয়েক প্যাকেট মিষ্টি চুরি করে নিয়ে গিয়েছে।” চোরেরা নগদ ৮০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করেছে বলেও জানিয়েছেন অশোক গুপ্ত নামে ওই দোকানের অন্য এক মালিক। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি, চোরেরা স্থানীয় বাসিন্দা নয়। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন