Viral Video

কার বাড়ি আগে যাবে? বিদেশফেরত স্বামীর উপর বিমানবন্দরেই ঝাঁপিয়ে পড়লেন দুই স্ত্রী! ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের বাসিন্দা ওই যুবক সদ্য সৌদি আরব থেকে ফিরেছিলেন। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পরেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন দুই স্ত্রী। তাঁকে নিয়ে টানাটানি শুরু হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৩:৫৮
Video shows two wife fight over Saudi-returned husband in Bihar

বিদেশফেরত যুবককে নিয়ে ঝামেলা দুই স্ত্রীর। ছবি: এক্স থেকে নেওয়া।

কার বাড়িতে আগে যাবে! স্বামী বিদেশ থেকে ফেরার সঙ্গে বিমানবন্দর চত্বরেই তাঁকে নিয়ে টানাটানি শুরু করলেন দুই স্ত্রী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের বাসিন্দা ওই যুবক সদ্য সৌদি আরব থেকে ফিরেছিলেন। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পরেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন দুই স্ত্রী। তাঁকে নিয়ে টানাটানি শুরু হয়। যুবক কার বাড়িতে আগে যাবেন, তা নিয়ে ঝামেলাও শুরু করেন দুই মহিলা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দর চত্বরে ওই যুবকের জামা ধরে টানাটানি করছেন তাঁর দুই স্ত্রী। এক স্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘ও আমার ঘরে যাবে।’’ সঙ্গে সঙ্গে অন্য জন চিৎকার করে উঠে বলেন, ‘‘না, স্বামী প্রথমে আমার বাড়ি যাবে।’’ দুই স্ত্রীর বাগ্‌বিতণ্ডা দেখে কিছু ক্ষণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন যুবক। তার পরে বিরক্ত হয়ে এগিয়ে যান। পিছু পিছু এগিয়ে যান দুই স্ত্রীও।

সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফার্স্টবিহারঝাড়খণ্ড’ নামের সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘এই জন্য দুটো বিয়ে করতে নেয়। বাড়ি ফিরেও শান্তি পাবে না।’’ অন্য এক জন আবার রসিকতা করে লিখেছেন, ‘‘যুবকের ভাগ্যের কথা ভাবছি। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দু’জন স্ত্রী টানাটানি করছেন।’’

Advertisement
আরও পড়ুন