Viral Video

কুড়ি টাকায় চারটে ফুচকা কেন? ছ’টি না পাওয়ায় রাস্তায় বসে কান্না তরুণীর! আসরে নামল পুলিশ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কুমার মণীশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৯
Video shows woman protesting over number of golgappa in Gujarat’s Vadodara

ছবি: এক্স থেকে নেওয়া।

২০ টাকায় ছ’টি ফুচকার বদলে চারটি ফুচকা কেন দেওয়া হল? অভিযোগ তুলে রাস্তার উপর হাত-পা ছড়িয়ে কাঁদতে বসলেন এক তরুণী। প্রতিবাদও জানালেন রাস্তায় বসেই। অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে গুজরাতের বডোদরায়। সেই ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বডোদরার সুরসাগর এলাকার বাসিন্দা ওই তরুণী স্থানীয় এক ফুচকা বিক্রেতার কাছে ফুচকা খেতে গিয়েছিলেন। আশা ছিল, কুড়ি টাকায় ছ’টি ফুচকা পাবেন। কিন্তু ওই বিক্রেতা তাঁকে চারটি ফুচকা দেন। জানান, কুড়ি টাকাতে তাঁর কাছে চারটি ফুচকাই পাওয়া যায়। এর পরেই প্রতিবাদে নামেন ওই তরুণী। ‘ন্যায়বিচারের’ দাবিতে রাস্তায় বসে কান্নাকাটি জোড়েন। যানজট বেঁধে যায় তরুণীর কীর্তিতে। এর পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তা থেকে সরানো হয় তরুণীকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কুমার মণীশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণীকে পূর্ণ সমর্থন করছি। টাকার নিরিখে যে ভাবে ফুচকার সংখ্যা কমেছে, এর পর অনেকেই প্রতিবাদে নামবেন।’’

Advertisement
আরও পড়ুন