Viral Video

চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে উল্টো দিক থেকে আসা ট্রেনের চালকের দিকে পাথর ছুড়লেন মহিলা! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চলন্ত লোকাল ট্রেনের কামরার দরজায় দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। তাঁর পরনে শাড়ি। হাতে একটি পাথর। এমন সময় উল্টো দিক থেকে অন্য একটি লোকাল ট্রেন এগিয়ে আসে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১০:৪০
Video shows woman train passenger does bizarre thing after seeing loco pilot of another train

অন্য ট্রেনের চালককে পাথর ছুড়ছেন মহিলা। ছবি: এক্স থেকে নেওয়া।

চলন্ত লোকাল ট্রেনের দরজার কাছে দাঁড়িয়েছিলেন এক মহিলা। উল্টো দিক থেকে অন্য একটি লোকাল ট্রেনকে আসতে দেখেই হাতে তুলে নিলেন পাথর। দু’টি ট্রেন কাছাকাছি আসতেই দ্বিতীয় ট্রেনের চালককে লক্ষ্য করে ছুড়ে মারলেন পাথরটি। আঙুল তুলে শাসানিও দিলেন। এ রকমই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চলন্ত লোকাল ট্রেনের কামরার দরজায় দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। তাঁর পরনে শাড়ি। হাতে একটি পাথর। এমন সময় উল্টো দিক থেকে অন্য একটি লোকাল ট্রেন এগিয়ে আসে। ট্রেনটিকে দেখতে পেয়েই যেন তৈরি হয়ে দাঁড়ান মহিলা। ট্রেনটির চালক, অর্থাৎ লোকো পাইলটকে লক্ষ্য করে পাথরটি ছুড়ে মারেন। পাথর গিয়ে লাগে ইঞ্জিনের সামনের কাচে। এর পর দ্বিতীয় ট্রেনটির দিকে আঙুল তুলে শাসানিও দিতে থাকেন মহিলা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রোহন নাগ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। উদ্বেগও প্রকাশ করেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে রেল এবং রেলকর্মীদের নিরাপত্তা নিয়ে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মহিলার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এগুলো অসভ্যতা এবং অপরাধ।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মহিলা কি পাগল! ওই ভাবে চলন্ত ট্রেনে কেউ পাথর ছোড়ে?’’ জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই মহিলার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন তিনি লোকো পাইলটের উদ্দেশে পাথর ছুড়ে মারলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন