Viral Video

প্রস্রাব দিয়ে চোখ ধুয়ে ভিডিয়ো পোস্ট, অন্যদেরও করার পরামর্শ! মহিলার দাবিতে বিতর্ক, সাবধান করলেন চিকিৎসকেরাও

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পাত্র থেকে স্বচ্ছ তরল দু’টি কাপে ঢালছেন নূপুর। এর পর সেই কাপ দু’টিতে চোখ ডুবিয়ে দিচ্ছেন। ভিডিয়োয় নূপুর দাবি করেছেন, তিনি যে তরল দিয়ে চোখ ধুচ্ছেন তা তাঁরই প্রস্রাব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৭:৩২
Video shows woman washing eyes with urine, sparks controversy

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে চোখ ধুয়ে দেন নিজেরই প্রস্রাব দিয়ে। বিষয়টিকে ‘প্রাকৃতিক ঔষধি’ দাবি করে ভিডিয়ো পোস্ট করে হইচই ফেললেন পুণের এক মহিলা। তৈরি হল বিতর্ক। পুণের ওই মধ্যবয়সি মহিলার নাম নূপুর পিটি। ওষুধ না খেয়ে ‘প্রাকৃতিক’ নিয়মে কী ভাবে ভাল থাকতে হয়, তা নিয়ে সমাজমাধ্যমে পরামর্শ দেন তিনি। নিজেকে ‘জীবন প্রশিক্ষক’ বলেও দাবি করেন। সম্প্রতি প্রস্রাব দিয়ে চোখ ধোয়ার একটি ভিডিয়ো পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রতিক্রিয়া জানিয়েছেন চিকিৎসকেরাও। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পাত্র থেকে স্বচ্ছ তরল দু’টি কাপে ঢালছেন নূপুর। এর পর সেই কাপ দু’টিতে চোখ ডুবিয়ে দিচ্ছেন। ভিডিয়োয় নূপুর দাবি করেছেন, তিনি যে তরল দিয়ে চোখ ধুচ্ছেন তা তাঁরই প্রস্রাব। তিনি এ-ও দাবি করেছেন, ওই উপায়ে চোখ ধুলে চোখের শুষ্কতা, জ্বালা এবং লালভাব দূর হবে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই সমাজমাধ্যম জুড়ে। প্রতিক্রিয়ার ঝড় উঠেছে।

মঙ্গলবার পোস্ট করা ভিডিয়োটি ২৪ ঘণ্টার মধ্যে প্রায় দু’লক্ষ মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে সাবধান করেছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞেরাও। নূপুরের দাবিকে ভুয়ো বলে তাঁদের পাল্টা দাবি, প্রস্রাব দিয়ে চোখ ধুলে চোখে সংক্রমণ হতে পারে। এমনকি, গুরুতর ক্ষতি হতে পারে চোখের। সাধারণ মানুষকে ওই ভাবে প্রস্রাব দিয়ে চোখ না ধোয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

বিখ্যাত হেপাটোলজিস্ট সিরিয়াক অ্যাবি ফিলিপ্‌স এক্স হ্যান্ডলে নূপুরের ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘‘দয়া করে আপনার চোখের ভিতরে প্রস্রাব দেবেন না। প্রস্রাব জীবাণুমুক্ত নয়।’’ নূপুরের কাণ্ডকে ‘হতাশাজনক এবং ভয়ঙ্কর’ বলেও মন্তব্য করেছেন তিনি। এক্স ব্যবহারকারীরা ফিলিপ্‌সের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘মহিলা অসুস্থ। সাহায্যের প্রয়োজন। এটা স্বাভাবিক আচরণ নয়। ভাবুন ওঁকে দেখে যদি প্রভাবিত হয়ে অন্যরাও এ রকম করা শুরু করে?’’

প্রস্রাব হল একটি বর্জ্য পদার্থ, যাতে প্রায় ৯৫ শতাংশ জল থাকে। বাকি পাঁচ শতাংশের মধ্যে থাকে ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, লবণ এবং বিভিন্ন বিপাকীয় বর্জ্য, যা শরীর বার করে দেয়।

Advertisement
আরও পড়ুন