Google Trending

ভারত-পাক সংঘর্ষ কবে শেষ হবে? আইপিএল কি বাতিল? গুগ্‌লে কী কী খুঁজছেন ভারতীয়েরা?

কৌতূহলী নেটাগরিকেরা তাঁদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য গুগ্‌লের উপর ভরসা করেন। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে শুরু করে সাম্প্রতিকতম আবহে গুগ্‌লে বিশেষ কয়েকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন ভারতীয়েরা। এমনটাই উঠে এসেছে গুগ্‌ল ট্রেন্ডসে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৪:১৫

ভারত-পাক উত্তেজনার পারদ চড়তেই আমজনতার মধ্যে প্রচুর চাপ এবং অস্থিরতা তৈরি হয়েছে। দিন যত এগোচ্ছে সংঘাত আরও তীব্র হচ্ছে। সংবাদমাধ্যম, সমাজমাধ্যম, হোয়াট্‌সঅ্যাপ সবেতেই দুই দেশের ভূ-রাজনৈতিক সম্পর্ক ও টালমাটাল পরিস্থিতি নিয়ে আলোচনা। সে সব সংবাদ বা ভিডিয়োর সত্যতা নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করছেন নাগরিকদের একাংশ। এই অবস্থায় কৌতূহলী নেটাগরিকেরা তাঁদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য গুগ্‌লের উপরই ভরসা করছেন। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে শুরু করে সাম্প্রতিকতম আবহে গুগ্‌লে বিশেষ কয়েকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন ভারতীয়েরা। এমনটাই উঠে এসেছে গুগ্‌ল ট্রেন্ডসে।

Advertisement

গুগ্‌ল ট্রেন্ডস ব্যবহার করে জানা সম্ভব কোথায়, কখন, কারা ইন্টারনেটে কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞাসু হয়ে উঠছেন। খবর সন্ধানের প্রবণতা (ট্রেন্ড) দেখে বোঝা গিয়েছে ভারতীয়েরা কোন কোন বিষয়ে খোঁজখবর চালাচ্ছেন গুগ্‌লে। গত ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়গুলি নিয়ে গুগ্‌লের থেকে জবাব পাওয়ার চেষ্টা চলেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে, দেশের কোন কোন বিমানবন্দর বন্ধ রয়েছে? ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতের ৩২টি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৫ মে বিকেল ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ওই বিমানবন্দরগুলির পরিষেবা। গুগ্‌ল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী আইপিএল নিয়েও কৌতূহল দেখিয়েছেন ভারতীয় নেটাগরিকেরা। ক্রিকেট ভক্তদের চিন্তা, এই উত্তেজনার পরিস্থতিতে আইপিএল কি বাতিল করে দেওয়া হবে?

ট্রেন্ড অনুযায়ী, ভারত-পাকিস্তান সংঘর্ষ কবে শেষ হবে, তা নিয়েও অনুসন্ধিৎসু ভারতীয় জনগণ। এ ছাড়া আইএমএফ পাকিস্তানকে ঋণ দিয়েছে কি না তা জানতে গুগ্‌লের শরণাপন্ন হয়েছেন ভারতীয় নেটাগরিকদের অনেকে।

Advertisement
আরও পড়ুন