Bizarre Incident

মহিলাদের অন্তর্বাস চুরি করেন! বিয়ের ৩০ বছর পর স্বামীর অদ্ভুত শখ জেনে ভেঙে পড়লেন বধূ, তার পর...

সংবাদমাধ্যম মিরর ওয়েবসাইটকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই বধূ। বধূর দাবি, তিনি ৩০ বছর ধরে বিবাহিত। সুখের সংসার ছিল তাঁর। স্বামীকে ভালমানুষ বলেই জানতেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১০:১৪
Woman claims she feels disgusted after get to know husband’s bizarre hobby

—প্রতীকী ছবি।

মহিলাদের অন্তর্বাস চুরি করার অদ্ভুত শখ রয়েছে স্বামীর। বিয়ের ৩০ বছর পর জানতে পেরে ভেঙে পড়লেন এক বধূ। বিরক্ত হলেন। স্বামীকে বিয়ে করার সিদ্ধান্তের জন্য দুঃখপ্রকাশও করলেন তিনি। সম্প্রতি ওই বধূ সংবাদমাধ্যমে নিজের যন্ত্রণার কথা স্বীকার করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে।

Advertisement

সংবাদমাধ্যম মিরর ওয়েবসাইটকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই বধূ। বধূর দাবি, তিনি ৩০ বছর ধরে বিবাহিত। সুখের সংসার ছিল তাঁর। স্বামীকে ভালমানুষ বলেই জানতেন। কিন্তু সম্প্রতি গভীর কথোপকথনের সময় স্বামীর অদ্ভুত শখের কথা জানতে পারেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসে। দীর্ঘ দিনের গোপন ‘অভ্যাসের’ কথা স্বীকার করেন তাঁর স্বামী। বধূর দাবি, তাঁর স্বামীর মহিলাদের নিম্নাঙ্গের অন্তর্বাস চুরি করার শখ রয়েছে এবং দীর্ঘ দিন ধরে নিঃসারে সেই কাজ করে চলেছেন তিনি। বহু আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবেরও ব্যবহৃত অন্তর্বাস চুরি করেছেন। বধূর দাবি, স্বামী তাঁকে জানিয়েছেন, যৌনতৃপ্তির জন্যই ওই কাজ করতেন তিনি।

স্বামীকে ‘অন্তর্বাস চোর’ মন্তব্য করে বধূ আরও জানিয়েছেন, ৩০ বছর একসঙ্গে থাকার পর তাঁর বিশ্বাস জন্মেছিল যে, স্বামীকে খুব ভাল করে চেনেন তিনি। কিন্তু স্বামীর অপ্রত্যাশিত স্বীকারোক্তির পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি। স্বামী যে এমন কাজ করতে পারেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি বলেও জানান। স্বামীর স্বীকারোক্তি তাঁর আস্থা এবং সুরক্ষার অনুভূতিকে ভেঙে দিয়েছে বলেও জানিয়েছেন বধূ। তাঁর কথায়, ‘‘আমি এতে বিরক্ত। আমার মনে হচ্ছে আমি বিশ্বাসঘাতকতার স্বীকার। কেন আমার সঙ্গে এমনটা হল? আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি।’’

পুরো বিষয়টি নিয়ে সমাজমাধ্যমেও হইচই পড়েছে। আলোচনা, সমালোচনা এবং নিন্দার ঝড় বয়ে গিয়েছে। বধূর স্বামীর শখকে বিকৃত যৌনাকাঙ্ক্ষা বলেও মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন