Ghost Rumors

পুকুরের পাড়ে দাঁড়িয়ে কালো পোশাক পরা রহস্যময়ী! কাছে যেতেই আঁচড়ে দিলেন তরুণকে, ভূতের আতঙ্ক শহর জুড়ে

মহারাষ্ট্রের অমরাবতীতে গভীর রাতে পুকুরের ধারে জন্মদিন উদ্‌যাপন করার সময় একদল যুবক ভূতুড়ে এক ঘটনার মুখোমুখি হন বলে দাবি উঠেছে। জলের ধারে চুপচাপ দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরা মহিলা তাঁদের এক জনকে আক্রমণ করে বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৫:০২
Young men claiming they were attacked by a mysterious woman

ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্রের অমরাবতীর ছত্রী তালাও এলাকা কাঁপছে ভূতের আতঙ্কে। কালো পোশাক পরা এক রহস্যময়ীর আবির্ভাব ঘটেছে এলাকায় বলে দাবি তুলেছেন কয়েক জন যুবক। গভীর রাতে পুকুরের ধারে জন্মদিন উদ্‌যাপন করার সময় তাঁরা সেই মহিলার আক্রমণের শিকার হন বলে দাবি তরুণদের। সেই ঘটনার কথা চাউর হতেই শহর জুড়ে ছড়িয়ে পড়েছে অজানা আতঙ্ক। ওই তরুণেরা রাতের দিকে পুকুরের ধারে কেক কাটার সময় একটি কান্নার আওয়াজ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে জলের ধারে চুপচাপ দাঁড়িয়ে থাকা এক মহিলার মুখোমুখি হন তাঁরা। সেই রহস্যময়ী অতর্কিতে আক্রমণ করে বসে দলের এক তরুণকে।

Advertisement

হঠাৎ করেই মহিলা তাঁর দিকে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। যুবকটি দাবি করেছেন যে তাঁকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং তাঁর পিঠের বাম দিকটি থেঁতলে গিয়েছে। পিঠের ক্ষত নিয়ে বসে রয়েছেন ওই তরুণ এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বিষয়টি প্রবল বিতর্কের জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার সময় রেকর্ড করা একটি ভিডিয়োয় অন্ধকারে অস্পষ্ট একটি চেহারার ছবি ধরা পড়েছে। এক মহিলার কান্নার স্পষ্ট শব্দ শোনা যাচ্ছে। অনেকেই এখন এলাকাটি সম্পূর্ণ রূপে এড়িয়ে চলছেন।

আতঙ্ক ও জল্পনা ছড়িয়ে পড়তেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটি সত্যিই অলৌকিক নাকি অতিরঞ্জিত ঘটনা বা প্র্যাঙ্ক, সে বিষয়ে নিশ্চিত হতে সাইবার ক্রাইম দফতরের আধিকারিকেরা ভিডিয়োটির সত্যতা পরীক্ষা করে দেখছেন। ভিডিয়োটি মজা করে ইচ্ছাকৃত ভাবে সমাজমাধ্যমে গুঞ্জন তৈরির জন্য করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ তদন্ত না হওয়া পর্যন্ত এই ধরনের বিষয়ে অন্ধ ভাবে বিশ্বাস না করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন