(বাঁ দিকে) বিক্ষোভে তৃণমূলের মহিলাকর্মীরা। (ডান দিকে) শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।
রায়দিঘি যাওয়ার পথে তৃণমূলের মহিলাকর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর গাড়ি আটকানোর চেষ্টা হয় বলে অভিযোগ। শুভেন্দুর দাবি, দু’বার তাঁর উপর হামলা হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির বাগ্যুদ্ধ। খোদ শুভেন্দুর অভিযোগ, তাঁর উপর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হামলার চেষ্টা করেছেন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাল্টা তৃণমূলের দাবি, বিদ্বেষের রাজনীতি করছেন বিজেপি বিধায়ক।
রবিবার রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় কালীপুজোর উদ্বোধন করতে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে হঠাৎ বাধা। তৃণমূলের মহিলাকর্মীরা হাতে প্লাকার্ড নিয়ে রাস্তা ঘেরাও করেন।
‘বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করুন, তার পর রাজনীতি করুন’, ‘বাংলার গরিব মানুষের ঘরের টাকা দিন, তার পর রাজনীতি করুন, ১০০ দিনের টাকা দিন’ ইত্যাদি লেখা পোস্টার গলায় ঝুলিয়ে তাঁদের অভিযোগ, বিদ্বেষের রাজনীতি করছেন বিজেপির শুভেন্দু। অবিলম্বে তা বন্ধ করতে হবে। এবং মানুষের কাছে জবাবদিহি করতে হবে তাঁদের।
অন্য দিকে, শুভেন্দু কালীপুজোর উদ্বোধন করে বলেন, ‘‘আমার গাড়িতে তো হামলা নয়, আমার উপর হামলা হয়েছে। আমি গাড়ির ভিতরে ছিলাম বলে কিছু হয়নি... এরা বর্বর।’’ তিনি আরও বলেন, ‘‘ধর্মপালন করতে বাধা দিচ্ছে আমাকে। দুই জায়গায় আটকানোর চেষ্টা করেছে। কিন্তু পারবে না।’’
এখানেই শেষ নয়, শুভেন্দুর দাবি, তাঁর উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘‘এখানে তো রাজনৈতিক কর্মসূচি করতে আসিনি। ধর্ম পালন করতে এসেছিলাম। তার পরেও হামলা হচ্ছে। এ রাজ্যে হিন্দুদের ধর্মপালন করতে দেওয়া হচ্ছে না।” কালীপুজোর উদ্বোধনের পরে তিনি বলেন, ‘‘আমাদের রাজ্যে কোথাও মহিলারা সুরক্ষিত নয়। দক্ষিণ ২৪ পরগনায় সমস্ত হিন্দুদের একত্রিত হতে হবে। অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে। সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই। তৃণমূল বা সিপিএম, যে দলেরই হোন, এক বার ভাবুন।” তিনি ঘোষণা করেন, জগদ্ধাত্রী পুজোর পর আবার ফিরবেন এবং এবার দলীয় পতাকা নিয়েই এলাকা ঘুরবেন।
শুভেন্দুর কনভয়ে ‘হামলা’র ঘটনায় নিন্দা জানিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘গতকাল (শনিবার) উত্তরবঙ্গে রাজু বিস্তার (বিজেপি সাংসদ) কনভয়ে হামলা, আজ শুভেন্দু অধিকারীর উপর হামলা! এ যেন বাংলায় বিরোধীদের উপর ধারাবাহিক সন্ত্রাসের নতুন অধ্যায়।’’