Ambulence

পড়ে থেকে অচলাবস্থা অ্যাম্বুল্যান্সের

অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে এর রক্ষণাবেক্ষণে গাফিলতি বাড়তে থাকে। এখন জং ধরে অ্যাম্বুল্যান্সটি চলাচলের অযোগ্য। চাকা বসে গিয়েছে, কাচে ধুলোর আস্তরণ। নষ্ট হয়ে গিয়েছে যন্ত্রাংশও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৪

—প্রতীকী চিত্র।

সুন্দরবন তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার দুরবস্থা নিয়ে অভিযোগ বিস্তর। চিকিৎসা সংক্রান্ত নানা সমস্যার মাঝে এমনিতেই অভাব আছে অ্যাম্বুল্যান্সের। আর সেখানে মথুরাপুর ২ ব্লকের পুরন্দরপুর হাসপাতালে অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি অ্যাম্বুল্যান্স। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে তৎকালীন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বাপুলি অ্যাম্বুল্যান্সটি হাসপাতালকে দান করেছিলেন। কিন্তু অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে এর রক্ষণাবেক্ষণে গাফিলতি বাড়তে থাকে। এখন জং ধরে অ্যাম্বুল্যান্সটি চলাচলের অযোগ্য। চাকা বসে গিয়েছে, কাচে ধুলোর আস্তরণ। নষ্ট হয়ে গিয়েছে যন্ত্রাংশও।

স্থানীয়দের অভিযোগ, জরুরি অবস্থায় রোগীকে নিয়ে যেতে কখনও ভাড়ার গাড়ি, কখনও বেসরকারি অ্যাম্বুল্যান্সের উপরে নির্ভর করতে হয় তাঁদের। যা সময় ও খরচ, দু’দিক থেকেই অসুবিধার।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল মোল্লা, শুকদেব মণ্ডলেরা বলেন, ‘‘চোখের সামনে অ্যাম্বুল্যান্সটি নষ্ট হতে দেখছি। কেউ সারাতে উদ্যোগী হননি।’’ ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত সুকুল বলেন, ‘‘ইতিমধ্যেই ওখানে একটি সরকারি অ্যাম্বুল্যান্স চালানো হচ্ছে। এর বাইরে কোনও অ্যাম্বুল্যান্স নষ্ট হচ্ছে কিনা, খোঁজ নিয়ে দেখব।’’

আরও পড়ুন