Bengal Fishermen Detained

মাছ ধরতে গিয়ে মাঝসমুদ্রে অঘটন, ভেসে গিয়ে বাংলাদেশের জলসীমায়! আটক বাংলার ১৪ জন মৎস্যজীবী

মৎস্যজীবীদের আটক হওয়ার খবর তাঁদের পরিবারের সদস্যেরা জানতে পারেন সমাজমাধ্যম থেকে। ফোনে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৩:৪৫
Fishermen

বাংলাদেশে আটক কুলতলির মৎস্যজীবীরা। ছবি: সংগৃহীত।

মাছ ধরতে গিয়ে বাংলাদেশের হাতে আটক পশ্চিমবঙ্গের ১৪ জন মৎস্যজীবী। স্থানীয় সূত্রে খবর, তাঁরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা। গত ১৩ অক্টোবর ট্রলার নিয়ে সাগরে গিয়েছিলেন।

Advertisement

জানা যাচ্ছে, কুলতলির শানকিজাহান গ্রামের ১৪ জন মৎস্যজীবী এখন বাংলাদেশে বন্দি। গত ১৩ অক্টোবর, সোমবার ‘এফবি শুভযাত্রা’ নামে একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান। গত শনিবার গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। উত্তাল সমুদ্রে ট্রলারটি ভাসতে ভাসতে ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়। সীমান্ত অতিক্রম করার কিছু ক্ষণের মধ্যেই ট্রলারটিকে আটক করে প্রতিবেশী দেশের উপকূলরক্ষী এবং সেনা।

মৎস্যজীবীদের আটক হওয়ার খবর তাঁদের পরিবারের সদস্যেরা জানতে পারেন সমাজমাধ্যম থেকে। ফোনে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। তবে আটক হওয়ার ছবি এবং ওই সম্পর্কিত বিভিন্ন পোস্ট সমাজমাধ্যমে ঘুরতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা।

প্রত্যেক পরিবারের একমাত্র কিংবা প্রধান উপার্জনকারী বাংলাদেশে বন্দি। ফলে উৎসবের আবহে দুশ্চিন্তায় কুলতলির ওই গ্রাম। মৎস্যজীবীদের সংগঠন দ্রুত দুই দেশের সরকারের হস্তক্ষেপের আবেদন করেছেন। প্রশাসন সূত্রে খবর, খোঁজখবর চলছে।

Advertisement
আরও পড়ুন