Students Injured

স্কুলে শৌচালয়ের সামনে আচমকা ভেঙে পড়ল চাঙড়! উস্তিতে গুরুতর জখম দুই ছাত্রী

আহত ছাত্রীদের নাম আফরিন সুলতানা এবং অনুষ্কা ভান্ডারি। দু’জনেই ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। হাসপাতাল থেকে তাদের মাথায় ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। এমন ঘটনার পর অভিভাবকেরাও আতঙ্কিত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২৩:৪১
দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে স্কুলের চাঙড় ভেঙে গুরুতর জখম হল দুই ছাত্রী।

দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে স্কুলের চাঙড় ভেঙে গুরুতর জখম হল দুই ছাত্রী। —নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে স্কুলের চাঙড় ভেঙে গুরুতর জখম হল দুই ছাত্রী। স্কুল চলাকালীন শৌচালয়ের সামনে দাঁড়িয়ে ছিল তারা। আচমকা ছাদ থেকে চাঙড় ভেঙে পড়ে। দুই ছাত্রীর মাথায় আঘাত লাগে। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্কুল কর্তৃপক্ষ। আপাতত দু'জনের অবস্থাই স্থিতিশীল। তবে বুধবারের ঘটনা স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

Advertisement

উস্তির শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলের ঘটনা। আহত ছাত্রীদের নাম আফরিন সুলতানা এবং অনুষ্কা ভান্ডারি। দু’জনেই ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। হাসপাতাল থেকে তাদের মাথায় ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। এমন ঘটনার পর অভিভাবকেরাও আতঙ্কিত। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার পর স্কুলের যে দিকের ছাদ থেকে চাঙড় ভেঙে পড়েছে, সেই দিকটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। অন্য পড়ুয়াদের নিরাপদে ক্লাসে ফেরানোর ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে পৌঁছোন প্রশাসনের আধিকারিকেরাও।

প্রশাসনের তরফে স্কুলের ওই অংশ দ্রুত মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে। আহতদের পরিবারের পাশে থাকা, তাদের চিকিৎসার বন্দোবস্ত করার আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু বিতর্ক তাতে থামছে না। অভিভাবকদের বক্তব্য, অবহেলা এবং প্রকৃত সচেতনতার অভাবই এমন দুর্ঘটনার মূল কারণ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই স্কুলের অন্য ভবনগুলির পরিকাঠামোও খতিয়ে দেখা হবে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Advertisement
আরও পড়ুন