—প্রতিনিধিত্বমূলক চিত্র।
খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও, বুথ লেভল অফিসারের (বিএলও) উপরে চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের কাঁকসায় নাম বাদ পড়তে পারে, এমন আশঙ্কায় ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। সংশ্লিষ্ট বিএলও প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। মহকুমাশাসক (দুর্গাপুর) সুমন বিশ্বাস বলেন, “কী ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।” প্রশাসন সূত্রে খবর, পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে।
কাঁকসার বিরুডিহায় ৬১ নম্বর বুথের বিএলও মায়া কোনার গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। তাঁর অভিযোগ, বুধবার এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পরে, দুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অপ্রকৃতিস্থ অবস্থায় হাজির হন স্থানীয় যুবক গঙ্গা বাগদি। প্রথমে দাবি করেন, খসড়া তালিকায় তাঁর নাম নেই। মায়া জানান, গঙ্গাকে বলা হয়, তিনি-সহ তাঁর পরিবারের সবার নাম রয়েছে। মায়ার অভিযোগ, “তখন গঙ্গা বলতে থাকে, তার নাম তালিকা থেকে বাদ পড়ে যাবে। বার বার বুঝিয়েও লাভ হয়নি। আচমকা লাঠি নিয়ে আমার উপরে চড়াও হয়। লোকজন ছুটে এলে, ও পালায়।”
ওই বিএলও বিডিওর (কাঁকসা) কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রশাসন সূত্রের খবর, অভিযুক্তের বাবার নাম ছিল ২০০২ সালের ভোটার তালিকায়। তাও কেন তিনি নাম বাদ পড়ার আশঙ্কা করছেন, ধন্দে তারা। বিডিও (কাঁকসা) সৌরভ গুপ্ত বলেন, “পুলিশকে বিষয়টি দেখতে বলা হয়েছে। কোনও বিএলও যাতে আতঙ্কিত না হন, তা আমরা নজরে রাখছি।” গঙ্গার বাড়ি তালাবন্ধ ছিল। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজ চলছে।