Asansol Murder Case

গায়ে পেট্রল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারেন! আসামি স্বামীকে আজীবন কারাদণ্ড দিল আসানসোল আদালত

আদালত সূত্রে খবর, ২০১৯ সালে বারাবনি থানা এলাকার বাসিন্দা পৃথা ঘোষকে খুন করার অভিযোগ ওঠে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ওই মহিলার। ওই মৃত্যুর ঘটনায় মৃতার স্বামী জয়ন্ত ঘোষকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৯:০০
court order

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্ত্রীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন স্বামী। আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোল আদালত। পৃথা হত্যা মামলার ৬ বছরের মাথায় শুক্রবার শাস্তি ঘোষণা করলেন পশ্চিম বর্ধমানের আসানসোল ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক মহুয়া বসু রায়।

Advertisement

আদালত সূত্রে খবর, ২০১৯ সালে বারাবনি থানা এলাকার বাসিন্দা পৃথা ঘোষকে খুন করার অভিযোগ ওঠে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ওই মহিলার। ওই মৃত্যুর ঘটনায় মৃতার স্বামী জয়ন্ত ঘোষকে গ্রেফতার করে পুলিশ। সংশ্লিষ্ট মামলায় মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিভিন্ন তথ্যপ্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আসামি জয়ন্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শুক্রবার খুনের দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।

এই মামলা প্রসঙ্গে আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, ‘‘২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর পৃথা ঘোষ নামে এক বধূর সঙ্গে তাঁর স্বামী জয়ন্ত ঘোষের ঝগড়া হয়। পরে আগুনে পুড়ে মৃত্যু হয় পৃথাদেবীর।’’

আইনজীবী চট্টরাজের সংযোজন, ‘‘জয়ন্ত ঘোষই পৃথা ঘোষের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে দগ্ধ অবস্থায় ওই বধূকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে পৃথা চিকিৎসককে জবানবন্দি দিয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়। সব মিলিয়ে ১২ জন সাক্ষী সাক্ষ্য দেন এই মামলায়। গতকাল (বৃহস্পতিবার) বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। আজ (শুক্রবার) আসামির সাজা হিসাবে আজীবন কারাদণ্ড ঘোষণা করেন বিচারক। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।’’

Advertisement
আরও পড়ুন