Arrest

গরুবোঝাই পিকআপ ভ্যান বাজেয়াপ্ত! মেমারিতে গ্রেফতার চালক-সহ তিন

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মেমারি–তারকেশ্বর রোড ধরে জামালপুরের দিক থেকে গাড়িটি আসছিল। পথে পুলিশ পিকআপ ভ্যানটিকে আটকায়। চালক পালাতে সক্ষম হন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ২২:৪৯

— প্রতীকী চিত্র।

গরুবোঝাই একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। গরু পাচারে জড়িত থাকার অভিযোগে গাড়িটির চালক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ইনতাজ শেখ, ইয়াসিন শেখ ও পিন্টু শেখ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জিতারপুর ও দাদপুরে ধৃতদের বাড়ি।

Advertisement

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মেমারি–তারকেশ্বর রোড ধরে জামালপুরের দিক থেকে গাড়িটি আসছিল। পথে পুলিশ পিকআপ ভ্যানটিকে আটকায়। চালক পালাতে সক্ষম হন। পিকআপ ভ্যান থেকে ২৮টি গরু বাজেয়াপ্ত করে পুলিশ। গরুর বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় পিকআপ ভ্যানে থাকা তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গরুগুলি মুর্শিদাবাদে চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ। মেমারি থানার সাব ইন্সপেক্টর দেবাশিস রায়ের অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

ধৃতদের শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে রবিবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement
আরও পড়ুন