—প্রতিনিধিত্বমূলক ছবি।
ক্রিকেট খেলতে গিয়ে দুই দলের বিবাদে উত্তপ্ত পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বরাকরে। ব্যাট-উইকেট ফেলে দুই পক্ষ প্রথমে লাঠি নিয়ে লড়াই করলেন। তার পর চলল গুলিও!
স্থানীয় সূত্রে খবর, রবিবার বরাকর পুলিশ ফাঁড়ি এলাকার একটি মাঠে কয়েক জন যুবক ক্রিকেট খেলছিলেন। সেই সময় খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়েছিল। লাঠি দিয়ে কয়েক জনকে বেধড়ক মারধর করা হয়। বিষয়টি থানাপুলিশ পর্যন্ত গড়ায়। মধ্যস্থতায় আপাত শান্ত হয় দুই পক্ষ।
কিন্তু সোমবার সকাল হতেই ওই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। ইট-পাথর ছোড়া থেকে লাঠি নিয়ে মারামারি করেন দুই দলের সদস্যেরা। অভিযোগ, ওই সংঘর্ষের মধ্যেই গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোলও পাওয়া গিয়েছে।
এখন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। আসানসোল পশ্চিমের ডিসিপি সানা আখতার বলেন, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।” যদিও গুলি চলার অভিযোগ প্রসঙ্গে এখনও কোনও বিবৃতি দেয়নি পুলিশ। আটক বা গ্রেফতারির কোনও খবর মেলেনি। আপাতত এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। সামান্য খেলা নিয়ে দুই পক্ষের এমন ‘যুদ্ধে’ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।