Soumitra Khan

‘সনাতনী ছাড়া জমি-বাড়ি বিক্রি নয়, দেবেন না ভাড়াও’, বিজেপি সাংসদ সৌমিত্রের মন্তব্যে বিতর্ক

সোমবার বাঁকুড়ার জেলাশাসকের দফতরে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি থেকে মাইক হাতে সৌমিত্র বলেন, ‘‘সনাতনী ছাড়া জমি বা বাড়ি বিক্রি করবেন না। সনাতনী না-হলে তাঁকে বাড়ি ভাড়াও দেবেন না।’’

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৬:২১
Soumitra Khan

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। —নিজস্ব চিত্র।

এ রাজ্যে বসাবাসকারী পাকিস্তানিদের চিহ্নিত করে দ্রুত তাঁদের দেশে পাঠানোর দাবিতে বাঁকুড়ার জেলাশাসক দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। সেখান থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের ‘ঘোষণা’ ঘিরে শুরু হল নয়া বিতর্ক। বিজেপি সাংসদ বলছেন, জমি-বাড়ি বিক্রি করলে শুধু ‘সনাতনী’কেই করতে হবে। বাড়িভাড়া দিতে হলেও সেটা শুধু ‘সনাতনী’দেরই দিন। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের অভিযোগ, এই ভাবে রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। সৌমিত্র অবশ্য তাঁর নিজের অবস্থানে অনড়।

Advertisement

সোমবার বাঁকুড়ার জেলাশাসকের দফতরে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি থেকে মাইক হাতে সৌমিত্র বলেন, ‘‘সনাতনী ছাড়া জমি বা বাড়ি বিক্রি করবেন না। সনাতনী না-হলে তাঁকে বাড়ি ভাড়াও দেবেন না।’’ সম্প্রতি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে সস্ত্রীক দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে সৌমিত্র খাঁয়ের মন্তব্যে জলঘোলা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সাংবাদিক বৈঠক করে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেন তিনি। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এ বার আরও একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন সাংসদ। তাঁর কথায়, ‘‘এ রাজ্যের অনেকে এখনও পরিস্থিতি বুঝতে পারছেন না। আপনি বাড়ি বানিয়ে হয়তো ভাবছেন, সারা জীবন সেই বাড়িতে থাকবেন। কিন্তু আপনি তা পারবেন না। আপনারা ছেলে-মেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাবে। সেই অবস্থায় আপনি মারা গেলে বাড়িটির দখল নেবে রোহিঙ্গারা। তাই আমার অনুরোধ, দয়া করে সনাতনী ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না। সনাতনী ছাড়া অন্যদের বাড়ি ভাড়া দেবেন না।’’ পরে নিজের বক্তব্যের সমর্থনে সাংসদ সৌমিত্র বলেন, ‘‘কলকাতার ৯০ শতাংশ ঘর এভাবেই দখল হয়ে গিয়েছে। সেই ঘটনা যাতে বাঁকুড়া তথা রাজ্যের আর কোথাও না হয় তাই সাধারণ মানুষের উদ্দেশে বলছি, সনাতনী হিন্দু ছাড়া জমি বিক্রি বা বাড়ি ভাড়া দেবেন না।’’

সৌমিত্রের এ খাঁর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে রাজ্যের শাসকদল। বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে এমন কথা বলতে পারেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে সাংসদের মন্তব্য করা উচিত।’’ যদিও সৌমিত্রের পাল্টা উক্তি, ‘‘সনাতনী নন যাঁরা, তাঁরা আমাদের ঘরছাড়া করার নিদান দিলে আমাদের এই ধরনের মন্তব্য করাটাই স্বাভাবিক।’’

Advertisement
আরও পড়ুন