যুবভারতী-কাণ্ডে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। — নিজস্ব চিত্র।
লিয়োনেল মেসিকে ঘিরে অনুষ্ঠানে যুবভারতী ক্রীড়াঙ্গনে অশান্তির ঘটনায় রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাঁরা যে আন্দোলনে করবেন, সে বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই মধ্যে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে এবং ‘বাংলা বাঁচাও’, ‘ফুটবল বাঁচাও’ স্লোগান তুলে পথে নামল দলের যুব মোর্চা। সংগঠনের রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে রবিবার ডোরিনা ক্রসিং থেকে গোষ্ঠ পালের মূর্তি পর্যন্ত মিছিল, ফুটবল পায়ে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছেন নেতা-কর্মীরা। ছিলেন বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ অন্যেরাও। ইন্দ্রনীল বলেছেন, “সরকার অতীতে কয়লা, ত্রিপল, গরু, চাকরি নিয়ে দুর্নীতি করেছে। মেসিকেও ছাড়ল না! ওঁর ছবি ব্যবহার করে মানুষের থেকে কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে।” মোর্চা নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন। যদিও তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা বলেছেন, “ঘটনাটি অনভিপ্রেত। ক্রীড়ামন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস মাঠে ছিলেন। ওঁর ঘাড়ে বন্দুক রেখে পরিকল্পিত রাজনীতি হচ্ছে।”