Unnatural Death in Kolkata

তরুণীর গলাকাটা দেহ উদ্ধার গল্ফগ্রিনে, খাটের নীচে তাকিয়ে মেয়েকে পড়ে থাকতে দেখলেন মা!

গল্ফগ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনি এলাকায় এক তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। খাটের নীচে গলাকাটা অবস্থায় তাঁর দেহ পড়ে ছিল বলে খবর। পুলিশ খুনের মামলা রুজু করেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২০:০৮
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতীকী চিত্র।

কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু। গল্ফগ্রিন এলাকায় বাড়ি থেকে ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর গলা কাটা অবস্থায় ছিল। বাড়ির খাটের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। কী ভাবে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

গল্ফগ্রিনের রাজেন্দ্রপ্রসাদ কলোনি এলাকার ঘটনা। তরুণী তাঁর মায়ের সঙ্গে ওই এলাকায় গল্ফগ্রিন থানার কাছেই থাকতেন বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয় একটি ক্যাফেতে কাজ করতেন তরুণী। তাঁর মা-ও একটি দোকানে কাজ করতেন।

স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর থেকে তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ক্যাফেতেও যাননি। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি মা। পরে খাটের নীচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখা যায়। সেখান থেকেই দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। সন্ধ্যা ৬টা নাগাদ তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তরুণীকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। খুনের পর তাঁর দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছিল ঘরের খাটের নীচে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হবে।

মাসখানেক আগে রিজেন্ট পার্ক থানা এলাকার নিউ টালিগঞ্জের বাড়ি থেকে এক পুলিশকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছিল। আলিপুর থানায় তিনি কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন ওই পুলিশকর্মী। তাঁর স্ত্রী এবং পুত্র তাঁকে মারধর করতেন বলে অভিযোগ তুলেছিলেন প্রতিবেশীদের একাংশ। সেই ঘটনার এক মাসের মাথায় দক্ষিণ কলকাতায় আরও এক রহস্যমৃত্যুর ঘটনা ঘটল।

Advertisement
আরও পড়ুন