অর্জুন সিংহ। —ফাইল চিত্র।
গুলি চালানোর মামলায় বিপাকে বিজেপি নেতা অর্জুন সিংহ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন ওই মামলায় এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শুক্রবার তাঁর আর্জি খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত। উচ্চ আদালত জানিয়েছে, অর্জুনের বিরুদ্ধে তদন্ত চলবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্তের দায়িত্বে থাকবে। তবে একই সঙ্গে আদালত জানিয়েছে, এই মামলায় আগাম জামিনের আবেদন করতে পারবেন অর্জুন।
গত ২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক জন জখম হন। তৃণমূলের তরফে দাবি করা হয়, জখম হওয়া যুবক তাদের দলের কর্মী। অর্জুনের চালানো গুলিতে তিনি জখম হয়েছেন বলেও অভিযোগ করে রাজ্যের শাসকদল।
ওই ঘটনার তদন্তে নেমে অর্জুনকে তলব করেছিল জগদ্দল থানার পুলিশ। যদিও বিজেপি নেতা থানায় হাজিরা দেননি। তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগও অস্বীকার করেছিলেন তিনি। অর্জুন থানায় হাজিরা না-দেওয়ায় জগদ্দল থানার ওসিই তাঁর বাড়িতে গিয়েছিলেন। তার পর বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায় পুলিশ। আদালতও গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল। তার পরেই হাই কোর্টের দ্বারস্থ হন অর্জুন। গত এপ্রিলে এই মামলার শুনানিতে হাই কোর্টের মৌখিক নির্দেশ ছিল যে, এখনই বিজেপি নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না।