CM At Maa Canteen

‘মা’ ক্যান্টিনে মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার পরিচালিত ‘মা ক্যান্টিন’ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যআয়। এসএসকেএম হাসপাতাল সংলগ্ন ক্যান্টিনের পরিষেবা খতিয়ে দেখতে গিয়ে বুধবার কর্মী ও অন্যদের সঙ্গে কথা বলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৮
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

রাজ্য সরকার পরিচালিত ‘মা ক্যান্টিন’ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যআয়। এসএসকেএম হাসপাতাল সংলগ্ন ক্যান্টিনের পরিষেবা খতিয়ে দেখতে গিয়ে বুধবার কর্মী ও অন্যদের সঙ্গে কথা বলেন তিনি। উপস্থিত সাধারণের হাতে খাবারও তুলে দিয়েছেন নিজেই। পরে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘২০২১ সালে ক্যান্টিন চালু করেছিলাম। মাত্র ৫ টাকায় ভাত, ডাল, সবজি ও ডিমের বন্দোবস্ত থাকে জনসাধারণের জন্য। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় ‘মা ক্যান্টিন’ থেকে সুলভ মূল্যে দুপুরের খাবার খেতে পারেন সকলে’। সেই সঙ্গেই তিনি লিখেছেন, ‘উপস্থিত জনসাধারণের ভালবাসা, আশীর্বাদ পেয়ে আমি আবেগাপ্লুত। বাংলার মানুষের কল্যাণে, সুবিধার্থে আমাদের মা-মাটি-মানুষের সরকার সর্বতো ভাবে মানুষের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে’।

আরও পড়ুন