Kerala and West Bengal CPIM

দুই রাজ্যের তফাত দেখিয়ে নয়া বই

‘উন্নয়ন ও অধোগমন: কেরল ও বাংলা’ শীর্ষক বইটির লেখক সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, ভূমিকা লিখেছেন দলের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২২:২৭
পশ্চিমবঙ্গ ও কেরলের পরিস্থিতি নিয়ে বই প্রকাশের পরে সিপিএম নেতৃত্ব। বইমেলায়।

পশ্চিমবঙ্গ ও কেরলের পরিস্থিতি নিয়ে বই প্রকাশের পরে সিপিএম নেতৃত্ব। বইমেলায়। নিজস্ব চিত্র ।

দুই রাজ্যেই সামনে বিধানসভা নির্বাচন। এক রাজ্যে ঘুরে দাঁড়ানোর লড়াই, অন্য রাজ্যে সরকার বাঁচানোর। দুই রাজ্যেই এখন চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ ও কেরলের তুলনামূলক অবস্থার ছবি তুলে ধরে বই সামনে আনল সিপিএম। ‘উন্নয়ন ও অধোগমন: কেরল ও বাংলা’ শীর্ষক বইটির লেখক সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, ভূমিকা লিখেছেন দলের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বইমেলায় বুধবার বইটির প্রকাশ অনুষ্ঠানে ছিলেন সূর্যকান্ত, সুজন, এনবিএ প্রকাশনার অধিকর্তা অনিরুদ্ধ চক্রবর্তী প্রমুখ। সুজন বলেছেন, ‘‘বাংলাকে বিভাজন করেছিল ব্রিটিশ। উগ্র হিন্দুত্ববাদী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরা তাকে সহায়তা করেছিলেন। সেই রাজ্য এগিয়েছিল বামপন্থী বিকল্পের ধারণা সঙ্গে নিয়ে। সেখানে তৃণমূল কংগ্রেস সরকারে আসীন হওয়ার পর থেকে শিক্ষা, শিল্প বা কৃষি, পরিকাঠামো, সবেতে ধ্বংসের ছবি! আর উল্টো দিকে কেরলে পরপর দু’বার নির্বাচিত বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার প্রায় একই সময় পর্বে রাজ্যকে কী ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সূচক আন্তর্জাতিক স্তরেও সমীহ করার মতো।’’

আরও পড়ুন