—প্রতিনিধিত্বমূলক ছবি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া মসৃণ করতে পশ্চিমবঙ্গ সিইও দফতরে নির্দিষ্ট ভাবে বহু নির্দেশিকা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তার পরেও কী ভাবে রাজ্যের বিভিন্ন জেলায় এই হারে তথ্যগত অসঙ্গতি হল, সে বিষয়ে আলোচনা করতে শুক্রবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হবে রাজ্য সিইও দফতরের।
ওই বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল। উপস্থিত থাকবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত-সহ অনেকে। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরও-রাও।
এই বৈঠক সম্পন্ন হলে সিইও দফতরের সমস্ত আধিকারিক এবং পর্যবেক্ষকদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার পর দক্ষিণ ২৪ পরগনা জেলায় পর্যবেক্ষণে যাওয়ার কথা রয়েছে তাঁর।