Fraudster

মহিলাদের ‘স্মার্ট কার্ড’ করিয়ে দেওয়ার নামে হাজার হাজার টাকা লোপাট! মালদহে এসআইআর লাইনে প্রতারণা

গত ২২ জানুয়ারি নারায়ণপুর চর থেকে প্রায় ৩৪ জন মহিলার একটি দল এসআইআরের শুনানির জন্য যান মালদহের মানিকচক ব্লকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২৩:৫১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মালদহের মানিকচকে এসআইআরের শুনানির লাইনে দাঁড়িয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। মহিলাদের ভুয়ো স্মার্ট কার্ড তৈরি করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা লোপাট করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৪ জন মহিলা প্রতারিত হয়েছেন। অভিযুক্ত গ্রেফতার হয়েছে।

Advertisement

গত ২২ জানুয়ারি নারায়ণপুর চর থেকে প্রায় ৩৪ জন মহিলার একটি দল এসআইআরের শুনানির জন্য যান মালদহের মানিকচক ব্লকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় অভিযুক্ত যুবক রাজা আলি স্মার্ট কার্ড নামে একটি কার্ড করে দেওয়ার কথা বলে। এই কার্ড থাকলে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে দাবি করেন তিনি। আরও জানান, প্রতিমাসে এই তিন হাজার টাকার মধ্যে এক হাজার টাকা ‘কাটমানি’ দিতে হবে।

এই ভাতার লোভে মহিলারা এক কথায় রাজি হয়ে যান। পরে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে তাঁদের আধার কার্ডের ছবি, মোবাইল নম্বর এবং প্রত্যেকের চোখের ছবি ও আঙ্গুলের ছাপ নেওয়া হয়। এই ঘটনার পরে ওই মহিলাদের ব্যঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয় সব টাকা। মোবাইলে ব্যাঙ্কের মেসেজ পেয়ে বুঝতে পারেন তাঁরা। অভিযুক্ত যুবককে বারবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি বলে অভিযোগ। অবশেষে মানিকচক থানার দারস্থ হন তাঁরা।

পুলিশের পরামর্শে অভিযুক্তকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। অন্য এক মহিলার নম্বর থেকে ফোন করা হয়। স্মার্ট কার্ড তৈরি জন্য অনুরোঝ জানানো হয়। এর পরেই অভিযুক্ত বৃহস্পতিবার মানিকচক বাঁধে সেই মহিলার সঙ্গে দেখা করার জন্য যান। উদ্দেশ্য ছিল প্রতারণা। আর সেখানেই তাঁকে হাতেনাতে পাকড়াও করেন মহিলারা। অভিযুক্ত রাজা আলীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

Advertisement
আরও পড়ুন