বারামতীতে ভেঙে পড়ার বিমানে সওয়ারি ছিলেন অজিত পওয়ার। ছবি: সংগৃহীত।
তাঁর হস্তক্ষেপেই নতুন অ্যাম্বুল্যান্স পেয়েছিল মহারাষ্ট্রের বারামতী পুরসভা। মাত্র ছ’ মাস আগের কথা। ভাগ্যের ফেরে সেই অ্যাম্বুল্যান্সেই ফিরল বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের দেহ।
বারামতী পুরসভার ওই অ্যাম্বুল্যান্স চালান নাজিম কাজ়ি। তিনি জানান, বহু বছর ধরে পুরসভার সম্বল ছিল পুরনো একটি অ্যাম্বুল্যান্স। ছ’মাস আগে বিষয়টি জানতে পারেন অজিত। কাজ়ির কথায়, ‘‘বিষয়টি জানতে পারার পরে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন অজিত পাওয়ার। তিনি নতুন একটি অ্যাম্বুল্যান্স দেওয়ার ব্যবস্থা করে দেন।’’ তার পরেই কান্নায় ভেঙে পড়েন কাজ়ি। তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত হাসপাতাল থেকে ওই অ্যাম্বুল্যান্সে চাপিয়ে আমিই নিয়ে যাই।’’
কাজ়ির এখনও মনে আছে সেই দিনটার কথা, যে দিন অজিত সরকারি ভাবে অ্যাম্বুল্যান্স তুলে দেন পুরসভার হাতে। সে দিন ওই চালককে একটি পরামর্শও দিয়েছিলেন তিনি। কাজ়ির কথায়, ‘‘আমায় সৎ ভাবে কাজ করতে বলেছিলেন তিনি। আজ ওই কথাগুলি কানে বাজছে। কারণ আমিই ওঁকে শেষবারের মতো অ্যাম্বুল্যান্সে করে নিয়ে গিয়েছি।’’
বুধবার সকালে মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে অবতরণের সময় ভেঙে পড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতের বিমান। পাইলট-সহ মোট পাঁচ জন ওই বিমানে ছিলেন এবং সকলেরই মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)।