Kolkata Metro

ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের মধ্যে মেট্রোর সুড়ঙ্গে মিলল যুবকের দেহ, ডান কব্জিতে পোড়ার ক্ষত! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কী ভাবে ওই যুবক রাতে সকলের নজরের আড়ালে সুড়ঙ্গের মধ্যে পৌঁছোলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১১:৩৭
A man body found in tunnel of Kolkata Metro between Dharmatala and Park Street

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের মধ্যে মেট্রোরেলের সুড়ঙ্গের মধ্যে মিলল অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। ঘটনার খবর প্রকাশ্যে আসতে শোরগোল পড়েছে। জানা গিয়েছে, ওই যুবকের ডান কব্জিতে পোড়ার ক্ষত রয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা সম্ভব হয়নি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সওয়া ২টো নাগাদ ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের মধ্যে মেট্রোরেলের আপ লাইনের সুড়ঙ্গের মধ্যে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন কর্তব্যরত আরপিএফ কর্মী। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০। ট্র্যাকের উপর ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আরপিএফ কর্মী। খবর দেওয়া হয় লালবাজারের কন্ট্রোল রুমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিউ মার্কেট থানার পুলিশ। দেহ উদ্ধার করে সকাল ৭টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ময়নাতদন্ত হবে।

কী কারণে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। কর্তব্যরত চিকিৎসকের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কী ভাবে ওই যুবক রাতে সকলের নজরে আড়ালে সুড়ঙ্গের মধ্যে পৌঁছোলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। মেট্রো স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন