রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। —ফাইল চিত্র।
কলকাতায় ফের তাপমাত্রা কমল। ডিসেম্বরের শেষ দিকে যে হাড়কাঁপানো ঠান্ডা পড়েছিল, তার হাত থেকে কিছুটা রেহাই মিলেছে। তবে পারদপতন অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ঠান্ডা একই রকম থাকবে। যদিও দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.৫ ডিগ্রি কম। দমদমে পারদ নেমেছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার শহরের তাপমাত্রা ১৩.১ ডিগ্রি পর্যন্ত নেমেছিল। এ ছাড়া, দিনের সর্বোচ্চ তাপমাত্রাও শনিবার ২৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি, স্বাভাবিকের চেয়ে যা ১.৯ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের কোনও জেলার তাপমাত্রা রবিবার ৯ ডিগ্রির নীচে নামেনি। ১০ ডিগ্রির নীচে রয়েছে কেবল বাঁকুড়া (৯.৫ ডিগ্রি সেলসিয়াস), বিষ্ণুপুর (৯.৫ ডিগ্রি সেলসিয়াস) এবং বীরভূমের শ্রীনিকেতন (৯.৭ ডিগ্রি সেলসিয়াস)। দার্জিলিঙে গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ এবং ৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছিল। রবিবার তা বেড়ে হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস ভিন্ন। দক্ষিণে আগামী দু’দিন তাপমাত্রা একইরকম থাকবে। তার পরের চার দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সরস্বতী পুজো আগামী শুক্রবার। তত দিনে ঠান্ডা বেশ খানিকটা কমে যাবে বলেই মনে করা হচ্ছে।
রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশা থাকবে। এ ছাড়া, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং কোচবিহারে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। এই সমস্ত জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত।