Man Jumped into Ganges

বন্ধুর সঙ্গে মদ্যপানের পরে গঙ্গায় ঝাঁপ বিহারের যুবকের! এক দিন ধরে ডুবুরি নামিয়ে খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ বিহারের বাসিন্দা। হাওড়ায় থাকেন। রবিবার রাতে গঙ্গার কাছে এক জায়গায় বসে মদ্যপান করছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৪:১৬

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতায় গঙ্গায় ঝাঁপ দেন বিহারের এক যুবক। রবিবার রাত থেকে ডুবুরি নামিয়ে তাঁর খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ। সোমবার দুপুর পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। যুবকের নাম রাজ কুমার। তাঁর বয়স ৩৫ বছরের আশপাশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গঙ্গায় ঝাঁপ দেওয়ার আগে এক বন্ধুর সঙ্গে মদ্যপান করেছিলেন রাজ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ বিহারের বাসিন্দা। হাওড়ায় থাকেন। রবিবার রাতে গঙ্গার কাছে এক জায়গায় বসে মদ্যপান করছিলেন। সেখান থেকে ফেরার পথে গঙ্গায় ঝাঁপ দেন তিনি। খবর পেয়ে রবিবার রাতে পুলিশ খোঁজ শুরু করে। সোমবার সকালেও ডুবুরি নামিয়ে খোঁজ চালাচ্ছে উত্তর বন্দর থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রাজ যখন গঙ্গায় ঝাঁপ দেন, তখন তাঁর সঙ্গে এক বন্ধু ছিলেন। সেই বন্ধুর সঙ্গে কথা বলেছে পুলিশ। কেন এই ঘটনা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন