News Of The Day

আবহাওয়া সহায়, অষ্টমীতে কলকাতা কি জনজোয়ারে ভাসবে, এশিয়া কাপ বিতর্ক, মহিলা ক্রিকেট বিশ্বকাপ, আর কী

অষ্টমীতে ভিড় বাড়বে বলে নিশ্চিত পুজোকর্তারা। কারণ, নবমীর আগেই ঠাকুর দেখার পাট চুকিয়ে ফেলতে চাইবেন অনেকেই। জনজোয়ারের সঙ্গে বাড়তে পারে যানজটও। আজ সকাল থেকে কোন মণ্ডপে কেমন ভিড় হচ্ছে, দিনভর নজর থাকবে সেই সংক্রান্ত খবরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ষষ্ঠীতেই কলকাতার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে মাত্রা ছাড়িয়েছিল ভিড়। সংখ্যার নিরিখে সপ্তমীর রাতের ভিড় ছাপিয়ে গিয়েছে তাকেও। কোথাও বৃষ্টিও হয়নি। ফলে ছাতা কিংবা বর্ষাতি ছাড়াই পুজো দেখতে বেরিয়েছিলেন সকলে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র ছিল মানুষের ঢল। তবে নবমী থেকে কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। ফলে আজ, অষ্টমীতে ভিড় আরও বাড়বে বলে নিশ্চিত পুজোকর্তারা। কারণ, নবমীর আগেই ঠাকুর দেখার পাট চুকিয়ে ফেলতে চাইবেন অনেকেই। জনজোয়ারের সঙ্গে বাড়তে পারে যানজটও। আজ সকাল থেকে কোন মণ্ডপে কেমন ভিড় হচ্ছে, দিনভর নজর থাকবে সেই সংক্রান্ত খবরে। বেশি নজর থাকবে সন্তোষ মিত্র স্কোয়্যার, শ্রীভূমি, সুরুচি সঙ্ঘ কিংবা চেতলা অগ্রণীর মতো বড় পুজোগুলিতে।

ষষ্ঠীর মতো সপ্তমীর আকাশও রোদ ঝলমলেই ছিল। গোটা দিনই বৃষ্টিহীন থেকেছে কলকাতা। অষ্টমীতেও মহানগরের আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নিশ্চিন্তে বেরোতে পারেন ঠাকুর দেখতে। তবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে নবমী থেকে দুর্যোগ বাড়বে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কারণ, অষ্টমীতেই উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। নবমীর মধ্যে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে বলে অনুমান।

তামিলনাড়ুর করুরে পদপিষ্টের ঘটনায় শুরু হয়েছে দায় ঠেলাঠেলির রাজনীতি। অভিনেতা ‘থলপতি’ বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর অভিযোগ, রাজ্যের শাসকদল ডিএমকে এবং পুলিশ এই ঘটনার জন্য দায়ী। ষড়যন্ত্রের অভিযোগ তুলে মাদ্রাজ হাই কোর্টে মামলাও করেছে তারা। অন্য দিকে, শাসকদল ডিএমকেও আবার টিভিকে-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। অভিনেতা বিজয়ের দলের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে। এই টানাপড়েনের মধ্যেই সোমবার অভিনেতা বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে বোমাতঙ্ক ছড়ায়। বোমা মেরে বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি আসতেই ‘থলপতি’র বাসভবন এবং তাঁর নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

এশিয়া কাপ ফাইনালে খেলা চলাকালীন যত না উত্তেজনা তৈরি হয়েছে, ম্যাচ শেষের নাটক তাকে কয়েক গুণ ছাপিয়ে গিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় ক্রিকেট দল। ফলে চ্যাম্পিয়ন হয়েও সূর্যকুমার যাদবেরা ট্রফি পাননি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে ব্যাপক বিতর্ক হয়। আজ থাকবে এই বিতর্কের সব খবর।

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে মহিলাদের এক দিনের বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়বে আটটি দল। প্রথম দিনই নামছে ভারত। হরমনপ্রীত কউরের দলের সামনে আর এক আয়োজক দেশ শ্রীলঙ্কা। খেলা বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ থেকে শুরু হচ্ছে বৈভব সূর্যবংশীদের টেস্ট ক্রিকেট। ভারতের অনূর্ধ্ব ১৯ দল মুখোমুখি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের। চার দিনের ম্যাচ। মোট দুই টেস্টের সিরিজ়। এর আগে তিনটি এক দিনের ম্যাচের সবক’টিতেই জিতেছে বৈভবেরা। টেস্টে কী হবে? খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement
আরও পড়ুন