Mamata Banerjee

বালেশ্বরকাণ্ডে মৃত ১৩ জনের পরিজনকে চাকরি, জমি রেলের কোচ তৈরির সংস্থাকে! কী কী সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, নিহতদের পরিবারের এক জনকে হোমগার্ড ভলান্টিয়ার হিসাবে নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২০:০৬
বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ১৩ জন নিহতের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।

বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ১৩ জন নিহতের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০১৩ সালে ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ১৩ জন নিহতের পরিবারের এক সদস্যকে চাকরি এবং রাজ্যে রেলের কোচ তৈরির সংস্থাকে জমি দেওয়া-সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।

Advertisement

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, নিহতদের পরিবারের এক জনকে হোমগার্ড ভলান্টিয়ার হিসাবে নিয়োগ করা হবে। এ ছাড়াও রেলের কোচ তৈরির কারখানা সম্প্রসারণের জন‍্যেও জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

নবান্ন সূত্রে খবর, টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের যে কারখানাটি রয়েছে, তা সম্প্রসারণের জন্য ৪০.০৯ একর জমি দেওয়া হবে। ৯৯ বছরের লিজ়ে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জমির দাম ধরা হয়েছে ১২৬ কোটি টাকা। ওই জমি উত্তরপাড়ায় ৩৪ একর জমির ঠিক পাশে অবস্থিত।

বিধবা ও বার্ধক্য ভাতা প্রদানে প্রক্রিয়াগত পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। এত দিন পর্যন্ত কলকাতা পুর এলাকায় এই ভাতা অনুমোদনের দায়িত্বে ছিল সমাজকল্যাণ দফতর। এখন থেকে এই দায়িত্ব পালন করবেন কলকাতা পুরসভার কমিশনার। প্রশাসনের যুক্তি, নতুন এই ব্যবস্থায় প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে। এতে উপভোক্তারা দ্রুত ভাতা হাতে পাবেন।

Advertisement
আরও পড়ুন