Kharagpur IIT Student Death

ট্রেনের ধাক্কায় জখম হয়ে কলকাতার হাসপাতালে মৃত্যু আইআইটি খড়্গপুরের ছাত্রের, কী ভাবে দুর্ঘটনা? রয়েছে রহস্য

শনিবার ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পরে যুবককে তড়িঘড়ি প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার বাইপাসের ধারে এক হাসপাতালে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৯
IIT student hit by train died in Kolkata hospital

—প্রতীকী চিত্র।

ট্রেনের ধাক্কায় শনিবার রাতে জখম হয়েছিলেন খড়্গপুর আইআইটির গবেষক-ছাত্র ভাট্টরাম শ্রাবণ কুমার। রবিবার রাতে কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয়েছে ২৭ বছরের সেই যুবকের। তাঁর বাড়ি বেঙ্গালুরুতে।

Advertisement

শনিবার ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পরে যুবককে তড়িঘড়ি প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার বাইপাসের ধারে এক হাসপাতালে। চিকিৎসা চলাকালীন রবিবার রাত ৮টা নাগাদ তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথা, বুক, হাতে গুরুতর আঘাত লেগেছিল।

শ্রাবণ খড়্গপুর আইআইটির ‘ওশান রিভার’ বিভাগে গবেষণা করছিলেন। স্নাতকোত্তর পাশ করেছিলেন আইআইটি খড়্গপুর থেকেই। দুর্ঘটনার পরে আইআইটি কর্তৃপক্ষ খবর দেন ওই ছাত্রের বাড়িতে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১টা নাগাদ পুরী রেল গেট থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রকে। কোন ট্রেনে ধাক্কা লেগেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কেন ওই ছাত্র রেললাইনে গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Advertisement
আরও পড়ুন