—প্রতিনিধিত্বমূলক ছবি।
পক্ষাঘাতে আক্রান্ত ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটে নদিয়ার নবদ্বীপ থানা এলাকায়। ‘নির্যাতিতা’র কন্যার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার চার মেয়ে। চার জনেই বিবাহিত এবং তাঁরা শ্বশুরবাড়িতে থাকেন। পক্ষাঘাতের কারণে শরীরের একাংশ অসাড় ওই বৃদ্ধার। বাড়িতে তিনি একাই থাকেন।
অভিযোগ, রবিবার রাতে মত্ত অবস্থায় তাঁর বাড়িতে ঢোকেন প্রতিবেশী এক যুবক। অসহায়তার সুযোগ নিয়ে বৃদ্ধাকে শারীরিক নির্যাতন করেন তিনি। বৃদ্ধার মেয়ের কথায়, ‘‘মা অসুস্থ। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। সেই সুযোগ নিয়ে মায়ের ওপর অত্যাচার করেছে ও। আমরা ওর কঠোর শাস্তি চাই।” তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা।
ওই অভিযোগ প্রসঙ্গে নবদ্বীপ থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তল্লাশি চালিয়েছি। অভিযুক্তকে খুঁজে বার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে।’’ ওই পুলিশ আধিকারিরক জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে। বিশদে তদন্ত চলছে। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দেন।