Blast in Kalyani

কল্যাণী বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ, মৃত্যু চিকিৎসাধীন মহিলা কর্মীর

গত শুক্রবার নদিয়ার কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। আগুনে ঝলসে মৃত্যু হয় চার মহিলা শ্রমিকের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১
কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ।

কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ। — ফাইল চিত্র।

কল্যাণী বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল পাঁচ। হাসপাতালে মারা গেলেন বিস্ফোরণে জখম হওয়া এক মহিলা কর্মী। মৃতার নাম উজ্জ্বলা ভুঁইয়া। এর আগে বিস্ফোরণের দিন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন চার জন।

Advertisement

গত শুক্রবার নদিয়ার কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। কারখানায় তখন কাজ চলছিল বলে দাবি করেছিলেন স্থানীয়েরা। আগুনে ঝলসে মৃত্যু হয়েছিল চার মহিলা শ্রমিকের। আহত হয়েছিলেন উজ্জ্বলা। আহত অবস্থায় তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বেআইনি বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরণের পরে তিনি ফেরার হয়ে গিয়েছিলেন। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
আরও পড়ুন