Dinajpur Incident

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিরোধে উত্তপ্ত ইসলামপুর! গুলিতে মৃত্যু ১২ বছরের কিশোরীর

স্থানীয় সূত্রে খবর, রফিক আলম নামে জনৈক এক ব্যক্তির সঙ্গে স্থানীয় যুবক নুর আলমের এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল। অভিযোগ, শনিবার রাতে রফিকের অনুগামী জাহিদ আলমের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। সেই হামলায় মৃত্যু হয় জাহিদের কন্যার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৩
12-year-old girl dies in Islampur amid conflict between two groups over land grab

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারাল এক নাবালিকা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের ইসলামপুরে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রফিক আলম নামে জনৈক ব্যক্তির সঙ্গে স্থানীয় যুবক নুর আলমের এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল। অভিযোগ, শনিবার রাতে রফিকের অনুগামী জাহিদ আলমের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। চালানো হয় গুলিও। নুরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গোলাগুলির সময় আহত হয় জাহিদের ১২ বছরের কন্যা কৌসেরা বেগম। গুরুতর জখম হয় সে। সেই অবস্থায় তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়াতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুর থানার ঝলঝলি এলাকা। রবিবার সকালেও থমথমে ভাব ছিল এলাকায়। তবে পরিস্থিতি যাতে খারাপ না-হয়, সে জন্য অনেক পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়। ঘটনায় আরও যাঁরা জড়িত, তাঁদের খোঁজ চলছে।

Advertisement
আরও পড়ুন